রক্তে ভাসছে মিসর: বিশ্ব মুসলিম রুখে দাড়াও -ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

লিখেছেন লিখেছেন হানিফ খান ১৬ আগস্ট, ২০১৩, ০৫:০৮:৪৩ বিকাল

মিসরে আন্দোলনরত মুসলিম

ব্রাদারহুডের নেতা-কর্মীদের ওপর

সামরিক বাহিনী কর্তৃক বর্বর

হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র

ছাত্র আন্দোলন।গতকাল এক বিবৃতিতে কেন্দ্রীয়

সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম

কেন্দ্রীয় সহ-সভাপতি এইচ এম

রফিকুল ইসলাম ও

সেক্রেটারি জেনারেল কে.এম.

আনিসুজ্জামান বলেন, বিশ্বের মুসলমানরা আজ ভয়ংকর ষড়যন্ত্রের

শিকার। ইসলাম

বিরোধী শক্তিগুলো মুসলমানদের

অপ্রতিরোধ্য যাত্রা এবং বিভিন্ন

দেশে পশ্চিমা সাম্রাজ্যের পতন ও

মুসলমানদের বিজয় দেখে দিশেহারা হয়ে পড়েছে। তাই

আজ ইসলাম

বিরোধী অপশক্তিগুলো ইসলাম ও

মুসলমানদের ধ্বংস করার জন্য

একজোট হয়ে মাঠে নেমেছে।

হোসনি মোবারকের অপশাসনের যাঁতাকল থেকে মুক্তি পেয়ে মুসলিম

ব্রাদারহুড

মিশরে সাংবিধানিকভাবে ক্ষমতায়

এসেছে। কিন্তু তা সত্ত্বেও

সেদেশের ইসলাম

বিদ্বেষী সামরিক বাহিনী ইসলাম নির্মূলের নীল নকশা বাস্তবায়নের

জন্য বৈধ পার্লামেন্ট

ভেঙ্গে ক্ষমতা দখল করে ব্রাদারহুড

নেতাকর্মীদের ওপর যে নির্মম

হত্যাযজ্ঞ

চালিয়েছে তা ফেরাউনী শাসনকেও হার মানায়।

নেতৃবৃন্দ আরও বলেন, মিশরে গত

বুধবারের হত্যাযজ্ঞ মুসলিম

উম্মাহর হৃদয়কে ক্ষত-বিক্ষত

করেছে। অথচ বিশ্বমোড়ল

জাতিসংঘের অবস্থান এখানে প্রশ্নবিদ্ধ! জাতিসংঘ

মিসরে মজলুমের পাশে দাড়ানোর

পরিবর্তে জালেমের সহচরের

ভূমিকা নিয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে এই গণহত্যা বন্ধ

এবং সামরিক শাসনের বিরুদ্ধে জাতিসংঘ, ওআইসিসহ সকল

মুসলিম দেশগুলোকে মিশরের

ক্ষমতাসীন অবৈধ শাসকদের ওপর

আন্তর্জাতিক চাপ

সৃষ্টি করতে আহ্বান জানান।

বিষয়: বিবিধ

৯৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File