আল্লামা শফী সম্পর্কে ইফা ডিজির মন্তব্য চরমবেয়াদবির শামিল - আল্লামা নূর হোসাইন কাসেমী
লিখেছেন লিখেছেন হানিফ খান ১৫ আগস্ট, ২০১৩, ১০:৫১:২৯ সকাল
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, গত ৬ আগস্ট ইফা’র ডিজি সামিম মো. আফজালসরকারি ছুটির দিনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইফা’র ৬টি জেলা কার্যালয়ের উপ-পরিচালক, ফিল্ড সুপারভাইজার, ফিল্ড অফিসার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক, মাস্টার ট্রেইনার, কেয়ারটেকারদের উদ্দেশ্যে এক বক্তৃতায় বলেছেন “আল্লামা আহমদ শফী কালেমার অর্ধেক বিশ্বাস করে আর বাকি অর্ধেক বিশ্বাস করে না। এতে তার ঈমান থাকতে পারে না। যারঈমান নেই সে বেঈমান। হাদীস শরীফেআছে, কোন ঈমানদারকে বেঈমান বললে, যিনি বলেন, কথাটি তার ওপরই পতিত হয়।
শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদমাদানী (রহ.) এর অন্যতম খলীফা এবংদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা আহমদ শফী প্রসঙ্গে তার এ ধরনের জঘন্য মন্তব্য চরম বেয়াদবি ও ঔদ্ধত্যপনার শামিল। কোন মুসলমানের পক্ষেই এহেন কটূক্তি শোভনীয় নয়।
তিনি বলেন, এদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও দ্বীনদরদি তৌহিদি জনতা আল্লামা আহমদ শফী সাহেবকে ভক্তি শ্রদ্ধা করেন। ইফা’র ডিজির এহেন জঘন্য মন্তব্যেদেশের সর্বস্তরের ওলামায়ে কেরামও ধর্মপ্রাণ মুসলমান অত্যন্ত মর্মাহত। তাই অনতিবিলম্বে তাকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির পদ থেকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় যে কোনঅপ্রীতিকর পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
তিনি আরো বলেন, মানবাধিকার সংগঠন‘অধিকারের’ সেক্রেটারি আদিলুর রহমান সাহেবের গ্রেফতারের পর তথ্য মন্ত্রণালয় থেকে যে ধরনের ব্যাখ্যা দেয়া হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বাস্তবতা পরিপন্থি। আমরা মনে করি তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। দেশের একজন মানবাধিকার কর্মকর্তাকে সত্য প্রকাশের দায়ে মিথ্যা ও বানোয়াট অজুহাতে গ্রেফতার করে সরকার দেশের ভাবমর্যাদা আন্তর্জাতিক পরিম-লে ক্ষুণœ করেছে এবং বাক স্বাধীনতার পথ রুদ্ধ করেছে। তাই অনতিবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবি জানাই।
গতকাল আল্লামা নুর হোসাইন কাসেমীর সঙ্গে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের বিশিষ্ট নেতৃবৃন্দ সাক্ষাত করতে এলে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাও: জুনায়েদ আল হাবীব, মাও: জাফরুল্লাহ খান, মাও: আব্দুররব ইউসুফী, মাও: মাহফুজুল হক, মাও: সাখাওয়াত হোসাইন, মাও: ফজলুলকারীম, মাও: নাজমুল হাসান, মাও: আবুল হাসানাত আমীনী, মাও: মহিউদ্দীন ইকরাম, মাও: তাফাজ্জুলহক আজীজ, মুফতী মাসউদুল করীম, মাও: মুনীর হোসাইন, মুফতী আবদুল মালেক প্রমুখ।
বিষয়: বিবিধ
১৩৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন