বাতাসে লাশের গন্ধ

লিখেছেন লিখেছেন হানিফ খান ১৪ আগস্ট, ২০১৩, ১১:০১:৫৬ রাত



বাতাসে লাশের গন্ধ জমিনে রক্তের ঢেউ।

কানে আওউয়াজ আসে নারী শিশু ও মুজাহিদ্দের কান্নার।

এ কোন বর্বরতা? এ কোন নির্যাতন? এ কোন ফ্যাসিবাদী আচরন?

রাস্তার পাশে সারি সারি লাশ, রক্তে লাল মাঠের সমস্ত ঘাস।

হে আল্লাহ......

হে আল্লাহ......

হে আল্লাহ......

হে আল্লাহ......

হে আল্লাহ......

তুমি কই? দাও না তোমার গায়েবী সাহায্য।

ধ্বংস করে দাও জালিমের ফাসাদ।

ধ্বংস করে দাও তাদের ক্ষমতার বাহাদুরী।

বিজয় এনে দাও আমাদের মজলুম ভাইদের।

বিজয় এনে দাও তাদের জন্য যারা চেয়েছে তোমার হুকুমত কায়েম করতে।

আর কত চাই শহীদ খোদা আর কত ক্রন্দন?

আসবে কবে এই জমিনে তোমারি শাসন?

যারা শুদু চেয়ে ছিল তোমার দীনের জয়,

জালিম শাহির বলে তাদের জীবন করল ক্ষয়।

দয়াময় গো মাজলুম হয়ে আর কতকাল কাটাবো জীবন,

আসবে কবে এই জমিনে তোমারি শাসন?

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File