২১ ঘণ্টা রোজা (শনিবার, ১৩ জুলাই ২০১৩ মানবজমিন ডেস্ক: )
লিখেছেন লিখেছেন হানিফ খান ১৩ জুলাই, ২০১৩, ০২:১৬:৫৭ দুপুর
উত্তর মেরু
অঞ্চলের সুইডিশ শহর
লুলিয়াতে মুসলিমরা ২১ ঘণ্টারও
বেশি সময় রোজা রাখছে। রমজান
মাসে পানাহার থেকে বিরত থাকার এটাই
সর্বাপেক্ষা লম্বা সময়।
গ্রীস্মকালে উত্তর মেরুর আকাশে ২৪
ঘণ্টাই সূর্য দীপ্তিমান থাকে। কাজেই
রোজাদারদের সেহরী ইফতার দুটোই
করতে হচ্ছে দিনের আলোয়। সুইডেনের
উত্তর উপকূলের শহর লুলিয়ার
বাসিন্দা ৭৫,০০০। তুরস্ক,
আফগানিস্তান, পাকিস্তান, ইরান,
ইরাক, সিরিয়া ও তিউনিসিয়ার অনেক
মুসলিম এখানে বাস করে। তুরস্কের ধর্ম
বিষয়ক কার্যালয়ের সময়সূচি অনুযায়ী,
স্থানীয় সময় রাত ১১.৫০
মিনিটে ইফতার, তারাবি রাত ১২.২৮
মিনিটে এবং সেহরীর শেষ সময় ২.৩৭
মিনিটে। অর্থাৎ ইফতার থেকে সেহরীর
মধ্যে সময়ের ব্যবধান ৩ ঘণ্টারও কম।
ইফতারের পর তারাবি নামাজ শুরু
করতে মাত্র ৩৮ মিনিট সময় পায়
স্থানীয় মুসলিমরা।
লুলিয়া শহরে দীর্ঘ ১০ বছর যাবত
বসবাসকারী ফাতমা বোরা এবং তুলে ইমদ
বললেন, এত লম্বা সময়
রোজা রাখতে হলেও ঠাণ্ডা আবহাওয়ার
কারণে তেমন কষ্ট হয় না। শুধুমাত্র
সঠিক সময়ে নামাজ আদায়
করতে তাড়াহুড়া করতে হয় এই যা। ২১
ঘণ্টার বেশি রোজা রাখতে হলেও ধর্মীয়
আচার পালন করতে পেরে তৃপ্তি অনুভব
করেন।
বার্তা সংস্থা আনাদোলুকে একথাই
জানালেন তারা।
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন