ইসলামী বিশ্ব নিয়ে লাল কুত্তা মার্কিনী ও দাজ্জালের গোস্টি শিয়াদের গভির ষড়্অ্যন্ত্র চলছে।

লিখেছেন লিখেছেন হানিফ খান ১১ জুলাই, ২০১৩, ০৮:৫৯:৫৩ সকাল

ইসলামী বিশ্ব নিয়ে লাল কুত্তা মার্কিনী ও দাজ্জালের গোস্টি শিয়াদের গভির ষড়্অ্যন্ত্র চলছে।মার্কিনীরা চায় পৃথিবীতে একচ্চত্র আধিপথ্য বিস্তার করতে।আর শিয়া(ইরান)কাফেরেরা মধ্য প্রাচ্যে গৃহ যুদ্ধ লাগিয়ে মধ্য বিশ্বে আধিপথ্য লাভের স্বপ্ন দেখছে।এজন্য দেশে দেশে শিয়া-সুন্নির ধোয়া তুলে লাগিয়ে দিচ্ছে গৃহ যুদ্ধ।সিরিয়ার মধ্যে চলা আসা বিদ্রোহকে আরো চাংগা করার জন্যে কিছুদিন ধরে সিরিয়ার বিপ্লবকে শিয়া-সুন্নির আন্দোলন বলে সম্প্রদায়িক উস্কানি দিচ্ছে আমেরিকা ও তাদের মোড়ল ইরান।মিসরের মধ্যে শুরু হওয়া আন্দোলন এর নেপথ্যে এরা কারা? একটি বিপ্লব বিধ্বস্থ দেশকে সুসংগঠিত করতে সময়ের প্রয়োজন।এক্ষেত্রে জনগণ সরকারকে সহায়তা করতে হবে।কিন্তু যারা সহ্অ্যোগিতার পরিবর্তে মুরসির বিরোধ্যে বিক্ষোভ করছে এরা সবাই পদত্যাগি হুঃমোবারক এর চামচা ও আমেরিকার দালাল শিয়ারা।ন্যাটোর সমর্থন নিয়ে কিছু গাদ্দার ধ্বংস করল লিবিয়াকে।বিচারের পরিবর্তে আমেরিকার ষড়্অ্যন্ত্রে সু-কৌশলে হত্যা করল মুসলিম বিশ্বের লৌহ মানব মুয়াম্মার গাদ্দাফিকে।কিন্তু কি পেল সেই বিক্ষোব কারিরা? পেয়েছে শুধু গোলামী।এভাবে গোটা মুসলিম বিশ্বকে আমেরিকা ধ্বংস করে চলছে।কিন্তু মুসলিম নেতারা বঝে/না বুঝে তাদের খেলনার লক্ষ্য বস্তু হচ্ছে।

বিষয়: বিবিধ

১৫১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File