চট্টগ্রামকে খ্রিস্টান রাজ্য বানানোর ষড়যন্ত্র থেকে প্রতিহত করতে হবে : আল্লামা শফী
লিখেছেন লিখেছেন হানিফ খান ২৫ জুন, ২০১৩, ০৩:৫৩:২৬ দুপুর
হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাজ্য বানানোর ষড়যন্ত্র প্রতিহত করুন।’ তিনি বলেন দেশ যাতে খ্রিস্টান রাজ্য না হতে পারে সে জন্য তারা সব সময় সজাগ থাকবে। দেশকে অপপ্রচার রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। মঙ্গলবার সকাল ১০টায়
চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও
মহানগরের এক যৌথ
জরুরি সভায় তিনি এ
কথা বলেন। সংগঠনের
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক দুপুরে এক
সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এ
কথা জানান। আল্লামা শফী আরও বলেন,
চারিদিকে হাজারো অপপ্রচার
, মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য,
নেতাকর্মীদের নামে নানান
অপবাদ সত্ত্বেও
হেফাজতে ইসলামের সব নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছে।
আমরা আল্লাহ ও তার রাসূলের
সম্মান রক্ষার্থে খানকাহ্ ও
কুরআন-হাদিসের দরসগাহ
ছেড়ে রাজপথে নেমেছি।
কোনো হুমকি, নির্যাতন, মামলা, হয়রানি ও ষড়যন্ত্র
আমাদেরকে ঈমান রক্ষার
আন্দোলন থেকে বিরত
রাখতে পারবে না। তিনি বলেন, দেশের
যে কোনো স্থানে যে কোনো সময়
ইসলামবিদ্বেষী শক্তি
মাথাচাড়া দিয়ে উঠবে
এদেশের নবীপ্রেমিক আলিম-
ওলামা ও তাওহীদি জনতা জীবনবাজি
রেখে তাদের দাঁতভাঙা জবাব
দিতে প্রস্তুত রয়েছে। তিনি হেফাজতে ইসলামের
ঢাকা মহানগরীর
সহকারী সদস্য সচিব
মাওলানা মামুনুল হক, লালবাগ
শাহী মসজিদের খতিব
মাওলানা মুফতি ইমরান মাজহারীসহ গ্রেফতারকৃত
নেতাকর্মীদের
অবিলম্বে মুক্তি দেয়ার জন্য
সরকারের প্রতি আহ্বান
জানান। ওই জরুরি সভায়
সারাদেশে নাস্তিকবাদ
বিরোধী চলমান
গণআন্দোলনে হেফাজতে
ইসলামের তৎপরতা, ৫
মে ঢাকা অবরোধ ও শাপলা চত্বরের
মহাসমাবেশে যৌথ বাহিনীর
হামলা, হেফাজতের মহাসচিব
আল্লামা জুনাইদ বাবুনগরীসহ
আহত নেতাকর্মীদের
সুচিকিৎসা, সারাদেশে নেতাকর্মীদের
নামে দায়ের করা মামলা ও
ভবিষ্যত
কর্মসূচি সম্পর্কে বিস্তারিত
আলোচনা করা হয়। দারুল উলূম
হাটহাজারী মিলনায়তনে
অনুষ্ঠিত সভায় অন্যান্যের
মধ্যে উপস্থিত ছিলেন,
সিনিয়র নায়েবে আমীর
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমীর
আল্লামা আবদুল মালেক হালিম,
আল্লামা হাফেজ শামসুল আলম
প্রমুখ।
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন