মা আমার হৃদয়ের স্পন্দন
লিখেছেন লিখেছেন হানিফ খান ৩০ মে, ২০১৩, ০২:৪৮:৪২ দুপুর
মা তুমি আমারী হৃদয়ের স্পন্দন,
তোমায় ছাড়া থাকতে পারিনা
কাঁদে শুধু আমার মন।
তখন থাকে আমার হাঁসি খুশি মন,
তোমার পাশে বসে গল্প করি যখন।
মা তুমি আমার দুনিয়ায় আসার উসিলা,
আমার জীবন সফল হবে না গ মা
তোমার দোয়া ছাড়া ।
দুঃখ কষ্ট থাকবে না আমার জীবনে,
যতদিন থাকবে তুমি এই ভুবনে।
বাবার আশীর্বাদ তোমার দোয়াতে ,
আজো ভালো আছি আমি এই দুনিয়াতে ।।
বিষয়: বিবিধ
১০০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন