আমি জানি না আগামী দিন থেকে আর ব্লগে লিখতে পারবো কি না?
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ০৫ আগস্ট, ২০১৪, ১০:৪০:৫১ রাত
গলা কাটা রাজনীতির প্রবর্তক, অস্ত্রই যারা রাজনীতির উৎস ছিল সেই গণবাহিনীর সসস্ত্র ক্যাডার বাহিনীর লীডার আজ আ্ওয়ামীলীগের তথ্য মন্ত্রী। গলা কাটা রাজনীতির প্রবর্তকের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতার কবর রচনার কফিনে শেষ পেড়েক ঠুকে দেয়ার চূড়ান্ত আয়োজন সম্পন্ন হয়েছে। পাশ হয়েছে গণমাধ্যম নিয়ন্ত্রনের কালাকানুন। আমি জানি না আগামী দিন থেকে আর ব্লগে লিখতে পারবো কি না?
বিষয়: বিবিধ
১০৮৬ বার পঠিত, ১১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
কাজি সাকিব লিখেছেন : দানব যখন ২য় বার আসে তখন আগেরবারের চাইতেও ভয়ানক রুপ প্রদর্শন করে,সুতরাং বাকশাল যখন রিটার্ন করতেছে তার অবস্থাও একই হবে তবে আশার কথা একটাই কোন দানবই কোনদিন চিরস্থায়ী হতে পারে না ।
মন্তব্য করতে লগইন করুন