নতুন বছর ও আমরা।
লিখেছেন লিখেছেন শুকনা মরিচ ০১ জানুয়ারি, ২০১৪, ১২:০৫:৩০ দুপুর
আমরা এই নতুন বছর নিয়ে মেতে আছি নানাভাবে।কিন্তু এত কিছুর পরও দয়া করে কেউ ইবাদাত থেকে যেন বিরত না থাকি।কেননা ২০১৩ শুধু চলেই গেল না,বরং আমাদের হাত থকে নিয়ে গেলো একটি বছর।আমাদের মাফ চাওয়া ও ইবাদাত করার জন্য কমে গেল ১টি বছর।অর্থাৎ আমাদের হাতে যেই সময় আছে তা হাতে করেই সওয়াব অর্জন করার চেষ্টা করি।এবং ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে।কেননা একমাত্র তিনিই আমাদের দোষ ক্ষমা করতে পারেন।
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন