হায় আমাদের শিক্ষা ব্যবস্থা!!

লিখেছেন লিখেছেন শুকনা মরিচ ২৪ জুলাই, ২০১৩, ০২:৫৭:২০ দুপুর



গত মাসে আমার চেনা বন্ধুর রেজাল্ট বের হয়।গণিতে সে পায় ৬৯।সে দেখে যে সেটের অংকে তাকে ৬এর ভেতর দেয়া হয় ০।সে হতাস হয়ে স্যারের কাছে গেলে স্যার তাকে এই বলে যে"আমি কখনও এই নিয়মের অংক দেখি নাই তাই এটা ভুল।"!অথচ এই নিয়মের অংকটি সেই স্কুলেরই অন্য স্যারের নিয়মে করা।একি অংক এক স্যারের কাছে ঠিক অন্য জনের কাছে ভুল।কিন্তু কোনো স্যারই চিন্তা করেন না যে যেটা তিনি জানেন না সেটা ঠিকও হতে পারে।তাদের এই না জানার কারনে আমাদের মত হতভাগা শিক্ষার্থীরা এখন আফসোস করে বলে"হায় আমাদের শিক্ষা ব্যবস্থা!!"

এরম কাজের শিকার আমি নিজেও।আমার ক্ষেত্রে এমন হইছে যে টাদের ভুলের জন্য আমাকে বন্চিত হতে হয়েছে A+ থেকে।এবং আমার ক্ষেত্রেও ঘটনাটি গণিতেই।আশা করছি বিষয়টি সবাই বুঝতে পারবেন।

বিষয়: বিবিধ

১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File