একটি রাজনতিক বিশ্লেষণ
লিখেছেন লিখেছেন মোঃ সুজন আতিক ২৬ মে, ২০১৩, ০২:৫০:৩৯ দুপুর
একটি রাজনতিক বিশ্লেষণ: জামাত-শিবিরের মধ্যে এতো শক্তি এবং ঐক্য কেন? লক্ষ করলে দেখা যায় শিবিরে অন্য সংগঠন গুলোর মতো অছাত্রের আধিপত্য নাই, ১০০% ছাত্রদের নিয়ে গড়া সংগঠন এটি এবং নিঃসন্দেহে এরা প্রতিষ্ঠানের সেরা মেধাবী, ধর্মভীরু ও ভদ্র ছাত্র। জামাতের অবস্থা ও এক ই, একদল শিক্ষিত ও প্রজ্ঞাবান্ মানুষের মিলন মিলন মেলা ছাড়া কিছু বলার নেই, যার যার অবস্থানে প্রত্যেকেই স্যারেরদের সেরা! যা দু একজন শিক্ষা দীক্ষায় একটু পিছিয়ে পড়ে জামাত তাদেরকে নিয়মিত পাঠ দান ও কঠোর তত্ত্বাবধানের মাধ্যমে শিক্ষিত করা তোলে। সুতরাং বুঝা গেল: জামাত-শিবিরে কোনো অছাত্র বা গণ্ড মূর্খের স্থান নাই। শিবির কে গালি দেওয়া সহজ হলেও চাইলেই কেও শিবির হতে পারবেনা। শিবির করতে যোগ্যতা লাগে, ধর্মভীরুতা লাগে। আর এতো মেধাবিদের একটা সংগঠন কে যারা পু দিয়া উড়িয়ে দিতে চাই, তাদের পু এর বাতাসে নিজের দাঁতটা হয়ত উড়ে যাবে, জামাত শিবির তার জায়গাতে থাকবে বিজয়ীর বেশে! বিপদ আপদ এটা সাময়িক ধাক্কা, হয়ত খোদার পক্ষ থেকে ঈমানী পরীক্ষা।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন