আমাদের জীবন
লিখেছেন লিখেছেন মোঃ সুজন আতিক ২৩ মে, ২০১৩, ১১:৪৪:১২ রাত
আজকের রূপ-যৌবন আগামীকালের বৃদ্ধ বয়স।
আজকের সাধ আহ্লাদ আগামীকালের ছেলে খেলা।
আজকের ধন সম্পদ আগামীকালের জিবীকার অন্ন।
আজকের ব্যাস্ত জীবন আগামীকালের অবসর।
আজকের বেঁচে থাকা আগামীকালের মৃত্যুর অপেক্ষাই।
মৃত্যুর কথা ভুলে যেয়ে - সৃষ্টিকর্তার কথা ভুলে যাচ্ছেন না তো?
হাজার তামাশার মাঝেও স্রষ্টাকে ভুলে যাবেন না।
সফলতার অর্থ শুধু ইহ জগতেই সফলতা নয় বরং পরের জীবনেও এক ধাপ এগিয়ে থেকে সফলতার সুধা পান করা।
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন