মনের সুস্থতা

লিখেছেন লিখেছেন মোঃ সুজন আতিক ২২ মে, ২০১৩, ১১:১২:৩৩ রাত

মনকে যা সরবরাহ করবেন, মনে সেটিই বাসা বাঁধবে!

যদি সুখী থাকতে চান, সুস্থ থাকতে চান, সফল হতে চান তাহলে এসব সংশ্লিষ্ট ভাবনাগুলোকে মনে রাখুন হবে। ভালো চিন্তা, সুস্থ চিন্তা, শুভ চিন্তা, কল্যাণকর চিন্তা, আশাবাদী চিন্তা, মহৎ চিন্তা আমাদের সুস্থ ও সুখী মানুষ হিসেবে তৈরি করে। অন্যদিকে নেতিবাচক চিন্তায় মন ডুবে থাকলে হতাশা, গ্লানি, উদ্বেগ, অস্থিরতা, হীনতা, ভীতি প্রভৃতি বোধ জেগে থাকে। যারা নেতিবাচক চিন্তাভাবনা করে, তারা সব সময়ই মনের দিকে থেকে অসুস্থ, হীন ও কষ্ট পায়।

বিষয়: বিবিধ

১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File