আত্ন বিলাপ
লিখেছেন লিখেছেন যাযাবর চিল ০১ জুন, ২০১৩, ০৩:১৬:০৯ দুপুর
ইচ্ছে গুলো কেমন ফিকে হয়ে আসছে
স্বপ্ন গুলো ধূসর
রবীন্দ্রনাথ এর গান, নজরুলের কবিতা
কিংবা টলস্টয়ের উপন্যাসকোনটিই আর কাছে টানে না
একোস্টিক এর ৬ টি তার এ আর সুর আসে না
সামনে অন্তহীন কিংবা সংক্ষিপ্ত পথ
জানিনা গন্তব্য কি
চলছি তো চলছি ; সেই একঘেয়ে সময়
জীবনের কোন অর্থ নেই অথবা অর্থপূর্ন করতে পারছি না
হয়তো অর্ধেক পথ যাওয়ার পর বুঝবো
এটাই আমার লক্ষ্য ; নয়তো কখনোই না
মধ্যবিও রক্তের সেই পুরানো গুন
উপরে ও তাকাতে পারি না ; পারি না নিচে
শুধু মাঝে মাঝে বিদ্রোহ করতে ইচ্ছে করে
সেই পুরানো নিয়মে
শুধু ভিন্ন ফলের প্রত্যাশায়.।।।।
বিষয়: সাহিত্য
১১২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন