১৫ টিপস সবার কাজে লাগবে, বিশেষ করে আপুনিদের
লিখেছেন লিখেছেন বেকার সব ০১ জুন, ২০১৩, ০৩:২৫:০০ দুপুর
১. কাচের প্লেটের দাগ টুথপেস্ট দিয়ে ঘষে দিলে সহজেই উঠে যায়।
২. ফ্রিজের মধ্যে এক প্যাকেট খাবার সোডা বা কয়েকটি পাতিলেবুর টুকরো রেখে দিন। ফ্রিজের ভেতর আর গন্ধ থাকবে না।
৩. মাছ-মাংস যদি ফ্রিজে বেশিদিন রাখতে হয়, তাহলে ভালো করে ধুয়ে চেপে পানি বের করে তারপর প্যাকেটে ভরে রাখলে বেশিদিন ভালো থাকবে।
৪. চায়ের কাপে যদি বাদামি দাগ হয়, তাহলে লবণ দিয়ে ঘষে মাজুন, দাগ উঠে যাবে।
৫. যেকোনো বাদামের খোসা ছাড়াতে ফুটন্ত পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। খোসা সহজেই উঠে আসবে।
৬. অতিরিক্ত লেবু কাটা হয়ে গেলে লবণের ডিশের মধ্যে রেখে দিন, ভালো থাকবে।
৭. চা তৈরি করার পর চায়ের পাতা ফেলে না দিয়ে বাসার মেঝেতে ঘষলে চকচকে হয়ে যাবে, আবার ঢাকনা ছাড়া ফ্রিজে রাখলে ফ্রিজের বাজে গন্ধ থাকবে না।
৮. কিশমিশে যদি ছত্রাক আক্রমণ করে, তাহলে ময়দার মধ্যে গড়িয়ে নিন। তারপর ধুয়ে ব্যবহার করুন।
৯. দিয়াশলাইয়ের বাক্সে কয়েকটা চাল রেখে দিলে বর্ষাকালেও কাঠির বারুদ সহজে জ্বলে।
১০. রান্নার সময় সবজির গন্ধ দূর করতে চিনি বা লেবুর রস মিশিয়ে দিন।
১১. পাটার ছোট ছোট গর্তে মসলা জমলে বালু দিয়ে বাটুন। সহজেই পরিষ্কার হয়ে যাবে।
১২. প্লেটে যদি মাছের গন্ধ হয়, তাহলে কয়েক ফোঁটা ভিনেগার ছিটিয়ে দিয়ে ধুয়ে ফেলুন, গন্ধ চলে যাবে।
১৩. কাচের গ্লাসে একটি চামচ রেখে গরম কিছু ঢালুন, গ্লাস ফাটবে না।
১৪. পাতলা কাচের প্লেট পানিতে ডুবিয়ে পরিষ্কার করলে ভেঙে যেতে পারে, ভিনেগার দিয়ে পরিষ্কার করুন।
১৫. ফ্রিজের মধ্যে কলা রাখলে অনেক দিন ভালো থাকে। যদিও বাইরের খোসাটি কালো হয়ে যায়।
সূএ কালের কণ্ঠ
বিষয়: বিবিধ
২২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন