তথ্য কণিকা

লিখেছেন লিখেছেন বেকার সব ১০ ডিসেম্বর, ২০১৩, ০২:২২:১৩ দুপুর

আজ কিছু তথ্য এই ব্লগে উপস্থাপন করলাম, আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তথ্য সমূহ নিম্ন :--

১। ইদুঁর জল না খেয়ে উটের চেয়ে বেশিদিন জীবিত থাকতে পারে।

২। নিউট্রন বোমা একটা পারমাণবিক বোমা যার রশ্মি গায়ে লাগলে মানুষ

মারা যায়। কিন্তু দালান ইত্যাদির উপর সে বোমার কোন প্রভাব নেই।

৩। মানুষের শরীরে কিছু সংকেত প্রতি সেকেন্ডে ৩০০ ফুট গতিতে এবং অন্য কিছু সংকেত প্রতি সেকেন্ডে দেড়ফুট গতিতে যাত্রা করে।

৪। শামুক একটা ব্লেডের ধারের উপরে ও চলতে পারে।

৫। ফুসফুসে ৩০০ কোটি অতি ক্ষুদ্র ধমনী আছে। সোগুলিকে একসঙ্গে জোড়ালে ১৫০০ মাইল লম্বা হবে।

৬। পাখি ৮৪৮৮ মিটার উচুঁতে উড়তে পারে অর্থাৎ তার উড়নের উচ্চতা এভারেষ্টের উচ্চতার সমান।

৭। হাতীর শুড়ে ৪০০০০ পেশী আছে কিন্তু একটা ও হাড় নেই।

৮। মাকড়সা তার জাল বুনতে যে রেশম প্রয়োগ করে সে রেশমের সূতা ইস্পাতের সূতার চেয়ে মজবুত।

৯। রাতের বেলা একটা পেঁচা মানুষের চেয়ে ১০০ গুণ বেশি দেখতে পায়।

১০। মৌচাকে এককিলো মধু সংগ্রহ করতে একটা মৌমাছিকে ৫০ লাখ বার আনাগোনা করতে হয়।

১১। মর্মর নামের এক পাখি এক সেকেন্ডে ৯০ বার অর্থাৎ এক মিনিটে ৫৪০০ বার পাখা ফড়ফড় করে।

১২। আমরা যখন নিদ্রায় থাকি তখন আমাদের ওজন ১১ আউন্স কম হয়।

১৩। ডাবের পানিতে সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায়।

১৪। একটা সাধারণ পেনসিল ৩৫ মাইল লম্বা রেখা আকতে পারে।

বিষয়: বিবিধ

১৫২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File