ন্যায় বিচার না জুডিশিয়াল কিলিং – অনাস্থা জানানো হউক বার বার -১
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৮ এপ্রিল, ২০১৫, ০৪:০৪:৩১ রাত
বর্তমান বাংলাদেশের ইসলাম বিদ্বেষী ও নাস্তিক মুরদাতদের হাতের পুতুল তিলিসমাতী জঙ্গী ফ্যাসিস্ট রেজীম বাংলাদেশ থেকে ইসলামপন্থিদের বিনাশ বা ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা নিয়ে তা ধাপে ধাপে বাস্তবায়ন করে যাছে, তা বুঝার জন্য বুদ্ধি খরচের দরকার পড়ে না। তারা রাতের আধারে হাজার হাজার নিরপরাধ আলেম-অলেমাকে নিষংসভাবে হত্যা করার পর বলছ তিলিসমাতী কথা বার্তা, বলছ কেউ মারা যায়নি, যে সকল প্রমান এই ম্যাসাকারের স্বপক্ষে স্বাখ্য দেয় এবং যা দেশ বিদেশের বিভিন্ন মিডিয়ায় এসেছে, তা সঠিক না !! একই ভাবে তারা বিদেশী পর্ণ স্টারকে ভিসা দিলেও, আন্তরজাতিক খ্যাতি সম্পন্ন কোন ইসলামী আলেমকে ভিসা দিছে না। উদ্দেশ্য একটাই যতে মানুষ সম্পকে সঠিক জ্ঞান অর্জন করতে না পারে। উদ্দেশ হল তারা তাদের ‘ভেজাল ওলেমা’ দিয়ে মানুষকে ইসলাম সম্পকে ভুল বুঝিয়ে গদিকে রক্ষা করা।
কিন্ত তাদের এই আজেন্ডা বাস্তবায়নে প্রধান বাঁধা হয়ে দারায় একটি দল, জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং এই দলটির সম্পকে ইসলামী অলেমাদের অন্তরের ভালবাসা এবং আমরা এই ভালবাসার প্রমান পাই, এই দলটির সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের মৃত্যু পর তার স্মরনে বিভিন্ন অনুথানে ব্যাপক হারে অংশ গ্রহণ। এমন কী তার গায়েবেনা জনাজায় বর্তমান ইসলামী দুনিয়ার অত্যান্ত শ্রদ্ধাভাজন ইমামা আল্লামা ইউসুফ কারজাই এর অংশ গ্রহণ ও তার জন্য দোয়া। এখানে উল্লেখ্য যে এই দলটির সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম বিচারের মানে চরম অবিচারের শিকার হন।
চলবে --
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন