মূল্যবান বানী

লিখেছেন লিখেছেন দীপ জ্বেলে যাই ২৮ এপ্রিল, ২০১৫, ০৪:২২:৩০ রাত

১। একজন মানুষের বুদ্ধিমত্তা সুস্পষ্ট হয় তার বক্তব্য থেকে; যেভাবে চরিত্র কর্মের উৎকর্ষতা হতে।

২। সর্বদা আপনার জ্ঞানের ঘাটতিকে বিবেচনা করুন; অন্যথায় অতিরিক্ত আত্মবিশ্বাস নিশ্চিতভাবে ভুল পথে চালিত করবে।

৩। প্রাচুর্য হতে উদ্ভুত উদাসীনতা থেকে আল্লাহর আশ্রয় সন্ধান করুন; এটা এত প্রবল যে, তা থেকে বের হয়ে আসতে অনেক সময়ের প্রয়োজন।

৪।পুরষ্কার প্রদাণে বিলম্ব করা মহৎ ব্যক্তির এবং সমান সমান প্রতিশোধ নেয়া দানশীল ব্যক্তির শোভা পায় না।

৫। যদি আল্লাহ অশ্লীলতা ও অপবিত্রতা থেকে দূরে থাকা নির্ধারণ নাও করতেন, তবু বিবেকবান লোকেরা তা পরিহার করত।

৬। অজ্ঞতা স্বীকার করাকে খারাপ বিবেচনা করবেন না । কারণ,”আমি জানি না” একথাটিই জ্ঞানের অর্ধেক।

৭। যে কোনো কিছু শুনেই তার সাথে একমত হওয়া মুনাফিকদের স্বভাবগুলোর মধ্যে একটি; আর যে কোনো কিছু শুনেই তর্ক করা হল শত্রুতা ও কলহের লালনক্ষেত্র ।

৮। যখন বান্দা তার নিয়তির উপর সন্তুষ্ট তখন আল্লাহও বান্দার উপর সন্তুষ্ট।

৯। যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন, তাদের দৃষ্টি সর্বত্র একটি মহিমান্বিত ও প্রশান্ত বার্তা খুঁজে পায়।

১০। নীচ স্বভাব ইলমের(জ্ঞান) তরবারী দ্বারা এবং ক্রোধ হিলমের(ধৈর্য্য) তরবারী দ্বারা কতল করো।

[উক্তিগুলো আলী রাদি আল্লাহু আনহু-এর]

সংগৃহিত Happy

বিষয়: বিবিধ

১৪০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File