কল্যানময় কিছু বানী

লিখেছেন লিখেছেন দীপ জ্বেলে যাই ০৮ মে, ২০১৫, ০২:২৭:১৯ রাত

১। কল্যান তার জন্য যে আল্লাহর সামনে নিজেকে বিনয়ী করে।

২।কল্যান তার জন্য যিনি সৎ পন্থায় উপার্জন করেন।

৩।কল্যান তার জন্য যার অভ্যাসগুলি মর্যাদাপূর্ণ।

৪।কল্যান তার জন্য যার চরিত্র মহৎ।

৫।কল্যান তার জন্য যার অভ্যাসগুলি সংযত।

৬।কল্যান তার জন্য যে তার সম্পদ দান করে আল্লাহর নামে এবং আল্লাহর নিমিত্তে।

৭।কল্যান তার জন্য যে তার জিহবাকে কলুষিত এবং অর্থহীন কথাবার্তা হতে নিয়ন্ত্রন করে।

৮।কল্যান তার জন্য যে অত্যাচার ও যুলুম করা থেকে বিরত থাকে।

৯।কল্যন তার জন্য যে সানন্দে এবং অনুগত ভাবে রাসুল্লাহ (সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম)এর পন্থা অনুসরন করে।

[(উপরের উদ্ধৃতি গুলি করেছেন আলি (রাদি আল্লাহু আনহু)]

বিষয়: বিবিধ

১৩৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318820
০৮ মে ২০১৫ সকাল ১১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ মে ২০১৫ রাত ০৩:২৩
260123
দীপ জ্বেলে যাই লিখেছেন : আপনাকে স্বাগতম। ভালো থাকবেন ।
320951
১৯ মে ২০১৫ রাত ০৩:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File