মূল্যবান বানী...

লিখেছেন লিখেছেন দ্বীপ জ্বেলে যাই ২৮ এপ্রিল, ২০১৫, ০৩:৩৪:৩৭ রাত

১।দুরাচার্য ও অশোভন স্থানের ধারে কাছেও যেওনা,কারণ তা আল্লাহর শাস্তি ও ক্ষোভের কেন্দ্র।

২।সবচেয়ে খারাপ অপরাধ তাই যা করার সময় তুচ্ছ মনে হয়।

৩।সর্বোত্তম কথা নিশ্চিত হয় সর্বত্তম কাজের দ্বারা।

৪।ব্যক্তির চারিত্রিক উন্নতি তার কর্মকে মহিমান্বিত করে।

৫।কতই না উত্তম উপহারে ধন্য সে, যে অবাধ্যতার কাজ করতে অপারগ।

৬।জ্ঞানের পরিপক্কতা মানুষকে স্বল্পভাষী করে,এবং সেই ভাষণ হয় জ্ঞানের দ্বারা অলংকৃত।

৭।যখন স্রষ্টার ভয় চিত্তকে গ্রাস করে তখন তার নিরাপত্তাকে আলিঙ্গন করার জন্য ধাবিত হও ।

৮।জ্ঞান সুজনকে বিনীত করে আর কুজনের ঔদ্ধত্য সমপরিমাণ বাড়ায়।

৯।একজন বন্ধু ততক্ষণ পর্যন্ত বন্ধু নয় যতক্ষণ পর্যন্ত না সে তিনটি ক্ষেত্রে পরীক্ষিত হয়: প্রয়োজনের সময়, আড়ালে এবং মৃত্যুর পর।

১০।যদি দয়া ও অনুগ্রহের ফলাফল নির্মমতা হয় ,তবে চরম কঠোরতাই সর্বত্তম করুণা।

(উক্তিগুলো আলী রাদি আল্লাহু আনহু-এর)

সংগৃহিত....

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File