চালাক মায়ের অবোধ নির্বোধ বালক, আমাদের তথ্যবাবা!

লিখেছেন লিখেছেন রক্তলাল ২৮ এপ্রিল, ২০১৫, ০৩:২৪:৩১ রাত



৫ই জানুয়ারীর আগেও এরকম সবাইকে জানিয়ে দিয়েছিল নির্বাচনের ফল কি হবে।

তখন বেফাস বলে দিয়ে সমস্যায় পড়তে হয়েছিল বেচারা জয়কে। পরে মায়ের দলের সব দক্ষ ধূর্তদের দিয়ে নানা কারসাজির মাছ ঢাকার কর্মকান্ড চলে।

েেএবারেও আমাদের তথ্যবাবা আগেই নির্বাচনের ফল জানিয়ে দিল। ভালোই লোকটা।

এত উৎকন্ঠায় না রেখে ফল টা আগাম জানিয়ে দেওয়াই ভাল।

এবারে অবশ্য নতুন ভুজুং ভাজুং.... হার্ভার্ড, জরীপ কত ছলচাতুরী রে বাবা।

সোজা বললেই হয় যে ভোট টা ডাকাতি করে আনিসুল হক কে জেতানো হবে। আমরা খুব আশ্চর্য হবনা। সিরিয়াসলি জয় ভাইয়া।

আমরা জানি আপনারা নিজাম ডাকাতের চেয়েও হিংস্র জঘন্য জানোয়ারের দল। আমরা জানি ব্যালট বাক্সগুলো এখন আপনাদের শোবার ঘরে। আমরা জানি আপনারা কি করছেন, কি করবেন।

আপনাদের যাদের জনভিত্তি নেই তারাতো এমন ইতরামি করেই ভোটকে ইতরামির উসিলা বানিয়েছেন।

এমন মশকরার বদলা জনগন নিবেই। বাংগালকে আর হার্ভার্ড শিখায়েন না। করবেন চুরি চামারি আর ভাব করবেন হার্ভার্ডী - বেশরম ও বটে ভাই।

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317283
২৮ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪৮
সুমন আখন্দ লিখেছেন : কয়েকবার পড়লাম ভাই। অসাধারণ লিখেছেন।
২৮ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৮
258455
রক্তলাল লিখেছেন : Happy ধন্যবাদ
317294
২৮ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : ছাগুদের হাগামুতা বন্ধ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File