কিঞ্চিত্ আত্নজৈবনিক
লিখেছেন লিখেছেন মাহমুদুল হক মিদুল ০১ নভেম্বর, ২০১৩, ০৪:৫৫:৪৪ রাত
জীবনে প্রতিবারই মরিচিকার
পেছনে দৌড়িয়ে আমি বড়ই ক্লান্ত
এবং হতাশ ।মরিচিকার
পেছনে ছুটতে গিয়ে হতাশ হব এটাই
তো স্বাভাবিক ।যে আশার আলো নিয়ে আজ
দৌড় শুরু করেছি ,কাছাকাছি গিয়ে সেই
আলো আজ আগের মত আর কাজ করছে না ।
ফলে অনেক ক্ষেত্রে আমাকে মাঝ পথেই
আটকে যেতে হচ্ছে ।আর সেই হতাশার
কালো চাদরে মুড়িয়ে যাচ্ছে আমর জীবন
এবং চলার পথ । আজ যখন সবাই
নিজের সাফল্যগাঁথার
একেকটা প্রামাণ্য চিত্র তৈরিতে ব্যস্ত
ঠিক সেই সময়ে আমি সভ্যতার
আস্তাকূড়ে পতিত হচ্ছি বারংবার । আর
এর জন্য আমি নিজেই দায়ি ।
কেননা অন্যকে দোষ দিয়ে নিজের
বিবেকের আছে আপরাধী হতে চাই না ।
জীবনের কাছ থেকে আমি কি পেলাম
সেটা আজ মূখ্য নয় ,
জীবনকে যে আমি ষোল আনাই
ফাঁকি দিয়েছি সেটাই মূখ্য । হতাশার
বিষাক্ত ছোবলে জর্জরিত আমি । (যদিও
একজন মুসলমান হিসেবে হতাশাগ্রস্থ
হওয়া উচিত নয় ) কিন্তু জীবন তো কোন
SIN বা COS সূত্র নয় ।জীবনের আপন
গতিতে আমার বোকারাই
নিশ্চিতে গা ভাসিয়ে চলছে ।
হয়তো আমার জীবনীও একদিন
লেখা হতে সভ্যতার
বুকে কুড়িয়ে পাওয়া নোংরা ,এবড়ো -
থেবড়ো কাগজে ।প্রতিরাতেই
ঘুমাতে যাওয়ার আগে মনে হয় এটাই
আমার শেষ রাত ।রাত শেষ হয় ঠিকই
কিন্তু কুয়াশার ঘনঘটা শেষ হয় না ।
নতুন কুয়াশামুক্ত এক সকালের
অপেক্ষায়......
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন