সেন্ট পিটার্সবার্গে রমজান- যেখানে অস্ত যায় না সূর্য

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৯ জুন, ২০১৫, ০২:১৬:১৯ দুপুর

বৃহস্পতিবার থেকে রাশিয়ায় শুরু হয়েছে মুসলমানদের বহু কাংখিত রমজান মাস।

এবারের রমজানে রাশিয়ার সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত সেন্ট পিটার্সবার্গসহ দেশটির উত্তরাঞ্চলের মুসলমানদের জন্য এবার ব্যতিক্রমী অভিজ্ঞতা হচ্ছে। সেখানে জুন মাসে সত্যিকার অর্থেই সূর্য অস্ত যায় না।

মে মাসের শেষের দিক থেকে শুরু হয়ে জুলাইয়ের প্রথম দিক পর্যন্ত এখানে মাত্র কয়েক ঘণ্টার জন্য গোধূলির আবছা অন্ধকার থাকে। এ সময়টাকে বলা হয় ‘শ্বেতরাত্রি’।

এ সময় এখানে মুসলমানদের রোজা রাখতে হলে প্রায় ২২ ঘণ্টা না খেয়ে থাকতে হয়।

সেন্ট পিটার্গবার্গের জনসংখ্যা প্রায় ১০ লাখ। এর মধ্যে কত লোক মুসলিম ধর্মাবলম্বী তার সঠিক সংখ্যা পাওয়া যায় না।

তবে গত বছর এখানকার প্রধান দুটি মসজিদে ঈদুল ফিতরের জামাতে ৪২,০০০ মুসলমান অংশ নেয় বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ দিনগুলোতে মসজিদের ভেতরে স্থান না পেয়ে অনেক মুসলমান বাইরে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

রোজা রাখা প্রত্যেক সক্ষম মুসলিমের জন্য বাধ্যতামূলক বা ফরজ হলেও ২২ ঘণ্টা সময় উপোস থাকা একটি চ্যালেঞ্জ বৈকি। কিন্তু এই কঠিন চ্যালেঞ্জ নিয়েই রোজা রাখেন এখানকার মুসলমানরা।

নর্থওয়েস্ট রিজিওনাল মুসলিম স্পিরিচুয়াল সেন্টারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘এটা মুসলমানদের জন্য একটি পরীক্ষা… তাদের এ সময় ২১-২২ ঘণ্টা না খেয়ে থাকতে হয়। খাবারের জন্য সময় পাওয়া যায় মাত্র ঘণ্টা তিনেক।’

তাহলে আপনারা কিভাবে এটা মোকাবিলা করেন জানতে চাইলে তিনি বলেন, ‘ঈমানদের জন্য এটা কোনো বোঝা নয়। ইসলাম হলো জীবনবিধান। রোজা রাখা আমাদের কাছে সকালে ঘুম থেকে ওঠা কিংবা দাঁত ব্রাশ করার মত (সহজ) ঘটনা।’

স্থানীয় একটি স্কুলের প্রশাসক ইয়েলিজাভেতা ইসমাইলোভা বলেন, তার পাশাপাশি তার পিতামাতা, ভাইবোন, স্বামীও রোজা রাখেন।

তিনি বলেন, ‘এবার ইফতারির সময়টা বেশ দেরিতে। আমরা ভোর ২টায় নামাজ পড়ে আর কিছু খাই না। সূর্য অস্ত যায় রাত ১০টায়।’

তিনি জানান, জুনে গোধূলি আসে রাতে সাড়ে ১০টার দিকে।

‘অবশ্যই, এটা মানব শরীরের জন্য একটি কঠিন বোঝা। তবে প্রত্যেক মুসলমান সচেতনভাবেই এটা বেছে নেন,’ বলছিলেন ইসমাইলোভা।

কোনো কোনো মুসলিম বিশেষজ্ঞ বলছেন, গোলার্ধের এ অঞ্চলে রোজা রাখা মুসলমানদের জন্য বাধ্যতামূলক নয়।

তবে অন্যরা বলছেন, সেটা করা হলে তা হবে নফস বা প্রবৃত্তির কাছে পরাজয় স্বীকার।

কোনো কোনো ইসলামী সাহিত্য বলছে, এসব অঞ্চলের মুসলমানরা মক্কা অথবা নিকটবর্তী কোনো মুসলিম অঞ্চলের সময় অনুযায়ী রোজা রাখতে পারেন

সূত্রঃ আরটিএনএনডটনেট

বিষয়: আন্তর্জাতিক

১১৫৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326717
১৯ জুন ২০১৫ দুপুর ০২:২৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ ঐ অন্চলের লোকদেরকে ধৈয্য ধরে আল্লাহর হুকুম পালন করার সাহস দিক
অজানা স্থানের কথা জানলাম ৎ
জাযাজাল্লাহ
১৯ জুন ২০১৫ রাত ০৮:০৬
269073
মাজহারুল ইসলাম লিখেছেন : আমীন
326720
১৯ জুন ২০১৫ দুপুর ০২:৪০
হতভাগা লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন - আমিন

সেন্ট পিটার্সবার্গ/ লেলিনগ্রাদ /স্ট্যালিনগ্রাদ কি একই জায়গার ভিন্ন ভিন্ন নাম ?
১৯ জুন ২০১৫ রাত ০৮:০৬
269074
মাজহারুল ইসলাম লিখেছেন : জি ভাইজান।

১৯১৪ সালে শহরটির নাম পরিবর্তন করে পেটরোগ্রাদ রাখা হয় যা ১৯২৪ সালে লেনিনগ্রাদ করা হয়। ১৯৯১ সালে পুনরায় সেন্ট পিটার্সবার্গ নামটি ফিরিয়ে আনা হয়।
326723
১৯ জুন ২০১৫ দুপুর ০২:৪৮
দুষ্টু পোলা লিখেছেন : হতভাগা লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন - আমিন

সেন্ট পিটার্সবার্গ/ লেলিনগ্রাদ /স্ট্যালিনগ্রাদ কি একই জায়গার ভিন্ন ভিন্ন নাম ?
১৯ জুন ২০১৫ রাত ০৮:০৭
269075
মাজহারুল ইসলাম লিখেছেন : আমীন।

জি ভাইজান।

১৯১৪ সালে শহরটির নাম পরিবর্তন করে পেটরোগ্রাদ রাখা হয় যা ১৯২৪ সালে লেনিনগ্রাদ করা হয়। ১৯৯১ সালে পুনরায় সেন্ট পিটার্সবার্গ নামটি ফিরিয়ে আনা হয়।
326743
১৯ জুন ২০১৫ বিকাল ০৫:৫২
আকবার১ লিখেছেন : ঈমানদের জন্য এটা কোনো বোঝা নয়,
আইচল্যান্ডেও ২২ ঘন্টা।
১৯ জুন ২০১৫ রাত ০৮:০৯
269076
মাজহারুল ইসলাম লিখেছেন : জি ভাইজান।
326744
১৯ জুন ২০১৫ বিকাল ০৫:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতায়লা তাদের তেীফিক দিন রমজান পালন এর।
তবে দির্ঘ সময় দিন থাকা অঞ্চল এর একটা সুবিধা আছে সেটা হচ্ছে সেখানের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে হয়ে থাকে।
১৯ জুন ২০১৫ রাত ০৮:১১
269077
মাজহারুল ইসলাম লিখেছেন : আমীন।

জি ভাই তাপমাত্রার উপর অনেক কিছুই নীরবর করে।
326750
১৯ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:১১
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
১৯ জুন ২০১৫ রাত ০৮:১১
269078
মাজহারুল ইসলাম লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান।
326759
১৯ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
শেখের পোলা লিখেছেন : সবটাই অভ্যাসের ব্যাপার৷ আল্লাহ অবশ্যই রমজানে সবকিছু সহজ করে দেন৷ধন্যবাদ৷
১৯ জুন ২০১৫ রাত ১০:৩১
269087
মাজহারুল ইসলাম লিখেছেন : জি ভাই আল্লাহ আমাদের জন্য সব কিছুই সহজ করে দিয়েছেন কিন্তু এরপরেও আমরা বুঝি না। আমাদের সবাইকে আল্লহার আদেশ নিষেধ এবং রাসুলের দেখানো পথে চলার তৌফীক দান করুক, আমীন।
326811
২০ জুন ২০১৫ রাত ০২:১১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আল্লাহ তুমি তাদের রহমত দান করো। আমিন..
327036
২১ জুন ২০১৫ রাত ০৯:১৭
তিমির মুস্তাফা লিখেছেন : সুমেরুবৃত্তের আশে পাশের অঞ্চলেও- আইস ল্যান্ড- নরওয়ে-রাশিয়া, গ্রীনল্যান্ড ও কানাডার কিছু অংশে গ্রীষ্মকালে দীর্ঘতম দিন আর সংক্ষিপ্ত রাত- ভৌগলিক কারনে! বছরের দীর্ঘদিন – ২১ জুন আজ, কানাডায় আমরাও ১৭ ঘণ্টা পার করে দিচ্ছি ! ৩:৪৫ ফজর শুরু, মাগরিব ৯:০৬। আরেকটু উত্তরে গেলে আরও বেশী! ১০ বছরের জায়েদ এর স্কুল খুলা আগামী সপ্তাহ পর্যন্ত, ইফতারের আগে- সন্ধ্যায় তার শুকনো মুখ দেখলে করুণা হয়। বড় ভাইয়ের দেখাদেখি সেও রোযা রাখবেই! আম্মু বলেছে, তোমার জন্য ‘বাধ্যতামূলক নয়, কিন্তু তাকে থামানো যায় নি; এমনকি প্রথম রোজায় সেহেরী না খেয়েও! আসলে ঈমান বা ইচ্ছাশক্তিটাই আসল।
২২ জুন ২০১৫ রাত ১২:০৯
269269
মাজহারুল ইসলাম লিখেছেন : জি ঈমান বা ইচ্ছা শক্তিটাই মূল বিষয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File