মেলবোর্নের বদলাটাই নি নিল বাংলাদেশ ! কয়েকমাস পরে কাল আবার বাজতে থাকলো ‘ম..ও..কা..ম..ও..কা’!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ জুন, ২০১৫, ০২:১৪:১০ দুপুর

খেলা মানে হার-জিত। একপক্ষ হারবে অপর পক্ষ জিতবে । বাংলাদেশী খেলোয়িাড়দের জীবনে হারের পালা অনেক দিন হয়েছে কিন্তু কোন খেলোয়ারের বাড়ী ভাংতে পাবলিকরা কখনো যায়নি , কিন্তু ভারতের ব্যাপারে অনেকবার হয়েছে এমন ঘটনা ।



ভারতিয়রা মনে করে তাদের ডিকশনারীতে হার বলে কোন শব্দ থাকতে পা্রবে না , তাইতো গত বিশ্বকাপের আগে অ্যাড তৈরী করেছিল ‘ম..ও..কা..ম..ও..কা’! ইন্ডিয়ার সামনে সুযোগ এসেছে বাংলাদেশকে হারিয়ে তারা অনায়াসে কাপ ঘরে নিয়ে আসবে কিন্তু পারেনি শুধু বিতর্কর জন্ম দিয়েছিল।

তাইতো গতকাল মিরপুর স্টেডিয়ামে সেই বিতর্কের বদলার মতো আমার কাছে মনে হলো বাংলাদেশীরা বদলা নিতে পেরেছে ।

ইন্ডিয়ার আনান্দবাজার পত্রিকার কয়েকটা লাইন তুলে ধরলাম

ঠোঁটে চেপে ধরা ভুভুজেলা, ঠোঁটে চেপে ধরে পঁচিশ হাজার। অদ্ভুত নেশা ধরানো এক ছন্দে, চেনা একটা আওয়াজকে নকল করে বেজে চলেছে ক্রমাগত। চেনা যায়, ছন্দটা বড় চেনা যায়।

‘ম..ও..কা..ম..ও..কা’! চার মাস আগে ক্রিকেট বিশ্বকাপ এমনই কিছু রোজ শুনত না?

পাগলের মতো কাঁদতে-কাঁদতে গ্যালারি ধরে ছুটে চলেছে যে যুবক, তাঁর হাতটা কত জন খেয়াল করলেন কে জানে। চোখ দিয়ে জল ঝরছে অঝোরে, হাতের মুঠো শক্ত করে ধরে একটা সাদা কাগজ। কাগজে কিছু একটা লেখা।

বুকে সজোরে ধাক্কা দেওয়ার মতো একটা লাইন লেখা ‘বাঙালি, বিশ্বকাপের প্রতিশোধ নাও!’

অবশেষে লজ্জা এবং ক্ষোভে রাতের খাবার না খেয়েই ভারতিয় দলের সদস্যরা স্টেডিয়াম ত্যাগ করলো

বিষয়: বিবিধ

৯৪৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326719
১৯ জুন ২০১৫ দুপুর ০২:৩৪
হতভাগা লিখেছেন : বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কান্ঠামী করে জিতে ভারত কোন দলের বিপক্ষে খেলে জেতার মানসিকতা হারালো ।

মেজাজ হারিয়ে ধোনি মোস্তাফিজকে ধাক্কা মেরে মাঠের বাইরে পাঠালেন। পরে সেই মোস্তাফিজ ফিরে এসে পুরো ভারত টিমকেই ম্যাচ থেকে ধাক্কা মেরে বের করে দিলেন ।

ভারতকে হারাতে হলে ভাল ব্যাটিং ফিল্ডিং এর সাথে বোলিংয়েও ভাল করতে হবে , সাথে ৩/৪ জন ঘাঘু পেসার লেলিয়ে দিতে হবে।
১৯ জুন ২০১৫ দুপুর ০২:৪৮
269056
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : খুব সুন্দর মন্তব্য করেছেন
যেই মোস্তাফিজকে ও এেকেবারে অহংকারী ভাবে ধাক্কা মেরেছিল সেই মোস্তাফিজ ওদের অহংকারকে বিশ্ববাসির সামনে নাস্তানাবুদ করে দিলেন
326724
১৯ জুন ২০১৫ দুপুর ০২:৪৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৯ জুন ২০১৫ দুপুর ০৩:৩৯
269060
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আনার ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ
326746
১৯ জুন ২০১৫ বিকাল ০৫:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভারতিয়দের মধ্যে থেকে ব্রাম্মন্যবাদি মানসিকতা না যাওয়া পর্যন্ত এভাবেই তাদের অপমান হবে।
১৯ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
269067
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মনে হয় তেমন কিছু হবে
326812
২০ জুন ২০১৫ রাত ০২:১৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আর এক ম্যাচ অপেক্ষা করুন না ভাই? অনেক ধন্যবাদ..
২০ জুন ২০১৫ সকাল ১১:০৭
269114
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার কথা ঠিক আছে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হয়েছে । সামনের কথা বলতে পারবোনা কি হবে কারন খেলাতে হারজিত আছে তাই বলে দুর্নিতির মাধ্যমে কোন কিছু করাটাই দোষ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File