বাংলাদেশ ডেল্টা প্লান বাস্তবায়নে সহায়তা দেবে বিশ্বব্যাংক

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৯ জুন, ২০১৫, ০২:৪৪:০৮ দুপুর



ভৌগোলিক অবস্থান, দারিদ্র্যের হার এবং জনসংখ্যার ঘনত্বের কারণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ঝুঁকির মধ্যে রয়েছে। যে কারনে দেশের পানিসম্পদ নিয়ে ১০০ বছরের ব-দ্বীপ পরিকল্পনা (ডেল্টা প্লান) বাস্তবায়নে সহযোগিতা করবে বিশ্বব্যাংক। বাংলাদেশ ডেল্টা প্লান ২১০০ শীর্ষক এ পরিকল্পনা তৈরিতে সহায়তা দিচ্ছে নেদারল্যান্ডস। পরিকল্পনা তৈরির জন্য ৪৭ কোটি ৪৭ লাখ টাকা অনুদান দিচ্ছে দেশটি। তাছাড়া টেকসই ব-দ্বীপ ব্যবস্থাপনা, সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু অভিযোজনে বাংলাদেশকে সহযোগিতা করবে উন্নয়ন সহযোগীরা। বাংলাদেশ ডেল্টা পরিকল্পনার মূল লক্ষ্য হলো ব-দ্বীপ ব্যবস্থাপনায় একটি দীর্ঘমেয়াদি রূপকল্প তৈরি, ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ ও সাড়া দেওয়া এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠিত করা। তিন বিষয়কে গুরুত্ব দিয়ে ডেল্টা এগিয়ে চলছে, এগুলো হচ্ছে নদী ব্যবস্থাপনা, জলাবদ্ধতা দূরীকরণ এবং ভূমি উদ্ধার। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নদীর ভাঙনরোধ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে নদীভাঙন যেমন ঠেকানো যাবে, সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনও সহজে মোকাবেলা করা সম্ভব হবে।

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326722
১৯ জুন ২০১৫ দুপুর ০২:৪৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
326738
১৯ জুন ২০১৫ বিকাল ০৪:৫২
অনেক পথ বাকি লিখেছেন : এদের সাহায্য মানেই ঋণের বোঝা
326777
১৯ জুন ২০১৫ রাত ১১:৩০
রক্তলাল লিখেছেন : হালা ভারতীয় ধুতিচাটা চাকর তোর ভারতমাতা যে গুতা খাইছে ক্রিকেটে এটা নিয়ে লেখ।

তোর হাসিনার উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যাচ্ছে তা ঢাকার রাস্তায় নৌকা দেখেই সবাই বুঝতে পারছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File