কে এই রাজাকারের দালাল তুহিন মালিক!!!
লিখেছেন লিখেছেন আসমা সিথী ১৩ মে, ২০১৩, ০৫:০৬:১৭ বিকাল
কে এই তুহিন মালিক অথবা রাজাকারের দালাল তুহিন মালিক- এ ধরনের এখনো নিউজ না হওয়ায় আমি স্তম্ভিত!!!
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে যুবলীগের মহিলা ক্যাডার (পিস্তলের জোরে নাকি এমপি অইছে- নিন্দুকে কয়) নাজমা আক্তার বলেন, ৬ ই মে রাতে যদি গণহত্যা হয় তাহলে তাদের আত্মীয়-স্বজনরা কোথায়? জবাবে সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী এডভোকেট তুহিন মালিক বলেন, তাদের বেশিরভাগই এতিম এবং গ্রাম থেকে আসা, তাদের খবর নেওয়ার কেউ নেই। আর যারা খবর নিত তাদেরকে (আলেম-ওলামা) আপনারা মামলা দিয়ে রেখেছেন। (যা বলছেন বলছেন, আরও খুশি অইতাম যদি বলতেন- যে সকল সংবাদ মাধ্যম খবর প্রকাশ করতো তাদেরকে তো বন্ধ করে দিলেন, আর গুলানতে আপনাদের পাচাটতেই সময় পায় না)
এছাড়া, কোরআন পোড়ানো প্রসঙ্গে তুহিন মালিক বলেন, ছাত্রলীগ দ্বারা যেমন বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙ্গা অসম্ভব তেমনি হেফাজতের কর্মীদের দ্বারাও কোরআন পোড়ানো অসম্ভব।
আমার দুঃখ অইলো ভূমিদস্যুদের মাল খাইয়া বড় হওয়া বাংলানিবুজ অথবা নিয়মিত লাঞ্চিত এটিএন নিউজ (অবশ্যই মুন্নি জাওয়ানির সুবাদে) কেন এখনও ‘কে এই তুহিন মালিক’ অথবা ‘রাজাকারের দালাল তুহিন মালিক’ শিরোনামে নিউজ করলো না।
বাংলানিউজ আর এটিএননিউজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি!
পিলিস এই শিরোনানেম নিউজ কইরা মুক্তিযুদ্ধের চেতনারে আরেকবার ধর্ষণ করেন।
বিষয়: বিবিধ
২১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন