আল্লাহ অসীম দয়াময়

লিখেছেন লিখেছেন বান্দা ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৩৫:২৯ রাত



আমি একটি বড় হাদীসের অল্প কিছু অংশ বলছি। নবী রসূলদের স্বপ্নও ওহী। রসূল(সাঃ) স্বপ্ন দেখলেন। ......আমাদের জন্যে দরজা খুলে দেওয়া হল এবং আমরা প্রবেশ করলাম। আমাদের সাথে কিছু মানুষ সাক্ষাৎ করল যাদের শরীরের অর্ধ্বাংশ অত্য সুন্দর,যা সর্বাপেক্ষা সুন্দর মনে হয় আর শরীরের অন্য অর্ধেক অংশ কুৎসিত,যা সর্বাধিক কুৎসিত মনে হয়।তাদেরকে বলা হল ওই নদীতে নেমে পড়। সেটা ছিল সুপ্রশস্ত ও প্রবাহমান নদী। তার পানি ছিল দুধের মত সাদা। তারা পানিতে নামলো এবং উঠে আসল। তখন দেখা গেল তাদের শরীর খুবই সুন্দর হয়ে গেছে। শরীরের কুশ্রীতা দূর হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা....

আমাকে জানানো হল এরা তারা ,যারা পৃথিবীতে ভাল কাজও করত এবং মন্দ কাজও করত,আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন।(বুখারী,মুসলিম)

আল্লাহ যেন আমাদের উপর দয়া করেন।

বিষয়: বিবিধ

১০৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File