শোক সংবাদ

লিখেছেন লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:২৪:০০ রাত



মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ব্লগার অভিজিত রায় আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি-২০১৫) রাতে সন্ত্রাসী হামলায় খুন হয়েছে । এই জঘন্যতম হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি । সেই সাথে এই হত্যার সাথে জরিত মৌলবাদী গোষ্টির দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানাচ্ছি ।

বিষয়: বিবিধ

৯৫১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306260
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৩৭
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:২৩
247913
বিভীষিকা লিখেছেন : ভাই, জানাযা কয়টায় ? কোথায় হবে? কোন মোল্লা নামায পড়াবে ? একটু বললে ভালো হতো।
306262
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৫১
অনেক পথ বাকি লিখেছেন : আমিও শোক জানাই। যারাই করুক তাদের বিচার চাই। চিন্তা দিয়ে জয় করতে হয় হত্যা করে নয়।
306277
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪৩
সজল আহমেদ লিখেছেন : ভাবতেই কষ্ট হয় যাকে কটাক্ষ করে কয়েক দিন আগেও এই লেখাটি লিখেছিলাম :
http://www.sajalsfm.blogspot.in/2015/02/blog-post.html?m=1
আজ সেই লোকটা সন্ত্রাসীদের হাতে নিহত ।তার মতের সাথে আমার মতের ১০০% অমিল ছিল ,তার কত সমালোচনা করেছি ,গালি গালাজ করেছি ভাবতেই মনে হয় কার সমালোচনা করে অনলাইনে লিখব ?
মতের অমিল থাকলেই তাকে হত্যার নির্দেশ আমার ধর্ম দেয়না কাজেই তাকে হত্যার তীব্র প্রতিবাদ জানাই ।অভিজিত্‍ রায়ের হত্যাকারীদের অচিরেই গ্রেপ্তার করে বিচারের আওতাধীন আনা হোক ।লেখার জবাব লিখে দিতে হয় অস্ত্র দিয়ে নয় এটা ধর্মাজ্ঞরা(ধর্মে অজ্ঞরা) জানেনা।যারা এহেন কাজ করেছেন তারা ইসলামকে হেয় করার জন্যই করেছে ।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০৬
247906
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : আপনাকে পুলিশ রিমেন্ডে নিলেই এই হত্যা কান্ডের বিস্তারিত জানা যাবে।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১৫
247908
সজল আহমেদ লিখেছেন : হাহাহাহাহাহা তাই নাকি ?
তাহলে আমার সাথে তোমার ও যেতে হবে কারন আমি যদি সাক্ষী দেই কাজটা তুমি করে মুমিন ফাঁসাইতেছো তাইলে?
তোমাদের মত পাতি নাস্তিক ছাগু জাতীয় ব্লগারদের জন্যই অভিজিত্‍ রায় খুন হয়েছে ।তোমরা ইসলামকে হেয় কর আর দোষ বর্তায় সব বড় বড় নাস্তিক গো উপরে আর সন্ত্রাসীরা চান্স নেয়।মডুর উচিত্‍ তোমাগো মত পাতি নাস্তিক আইপি সহ ব্যান মারা ।ছাগু কোথাকার ।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৩৩
247917
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : ফারাবী ছাগুর সাথে আপনার বিষয়ে বিস্তারিত টিপস গয়েন্দাদের হাতে পৌছে গেছে। বাঁচতে চাইলে এখনি হিজরত করেন।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৪২
247919
সজল আহমেদ লিখেছেন : হাহাহা তা টিপস টা কেডা দিলো তুমি ?
306282
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১৯
বিভীষিকা লিখেছেন : ভাই, জানাযা কয়টায় ? কোথায় হবে? কোন মোল্লা নামায পড়াবে ? একটু বললে ভালো হতো।
306283
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:২২
বিভীষিকা লিখেছেন : ভাই, জানাযা কয়টায় ? কোথায় হবে? কোন মোল্লা নামায পড়াবে ? একটু বললে ভালো হতো।
306312
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:০৩
আকবার১ লিখেছেন : @মায়াবন বিহারিণী হরিণী ,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File