যেসব চিন্তা মাথায় আসে !

লিখেছেন লিখেছেন বান্দা ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:২৪:৪৭ সকাল



চিন্তাশূন্য সমাজে বসবাসের কারনে অনেক চিন্তা মাথায় প্রবেশ করেনা। কিন্তু কখনও কখনও এমন চিন্তা আসে যার খেই খুজে পাইনা। চিন্তা করি যদি আমি সৃষ্ট না হতাম,তাহলে কি হত ! আমার অস্তিত্বই থাকত না। আমি নামক কিছুই হত না।

স্রষ্টার এক পরিকল্পনায় আমার সত্তা তৈরী হয়েছে। আমার জন্যে এক সম্ভাবনার দুয়ার খুলেছে। আমি পৃথিবী দেখতে পাচ্ছি। আমি ভাগ্যবান। শুকরিয়া কার উদ্দেশ্যে আদায় করা উচিৎ আর কে তা পাচ্ছে !!

মুসলিম পরিবারে জন্ম না নিলে ইসলামকেই হয়স সন্ত্রাসবাদী ধর্ম বলতাম মিডিয়ার প্ররোচনায়্ । তার মানে আরও রহমত প্রাপ্ত হলাম। একটি পজিটিভ পরিস্তিতি তৈরী হল আল্লাহকে চেনার ক্ষেত্রে।

অবশেষে আল্লাহকে চিনলাম কিন্তু তার ইবাদতে কতই না দূর্বল।

জীবন,রুহ বিষয়টা কেমন ! এটা কোনো এক সময় থেমে যাবে। একটি অবস্থা অন্য অবস্থাতে পর্যবসিত হবে। কেমন হবে সে প্রক্রিয়া !! কেমন হবে কবরের সময়গুলো ? কেমন হবে হাশরের জবাবদিহিতা ?? ভয়ঙ্কর শাস্তিসমূহ রয়েছে খারাপ মানুষদের জন্যে।

অসম্ভব ভয়াবহ ব্যবস্থা ! সেদিন যার সামনে দাড়াতে হবে,তাকে ভয় না পেয়ে আজ কাকে ভয় করছি !!!

কে আমার সকল মনোযোগের কেন্দ্র হবে ? স্রষ্টা নাকি আমার অর্থনৈতিক বস্ ? কার জন্যে আমার কর্মকান্ড সংঘটিত হওয়া অধিক জরুরী ?

আমি কি সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি না, যে সময়ে উপস্থিত হলে পেছনে ফেরার রাস্তা নেই ! সংশোধিত হওয়ার রাস্তা নেই। আমি কি যথেষ্ট সচেতনতার সাথে সেদিকে এগিয়ে যাওয়ার জন্যে তৈরী ???

বিষয়: বিবিধ

৮৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303158
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
আফরা লিখেছেন : জী আপু আমার ও না এসব চিন্তা মাঝে মাঝে মাথায় আসে -----।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪১
246079
বান্দা লিখেছেন : আমি আপু নই,এক ভ্রাতা। এসব লেখা বেশী লোক পড়েনা। মানুষের সময় নেই চিন্তা করার। ফানপোস্ট বেশী পছন্দ করে মানুষ। আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্যে।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:১৩
246101
আফরা লিখেছেন : অনেক সরি ভাইয়া । আমি আসলে বুঝতে পারি নাই বান্দা তো আসলেই ছেলে মেয়েরা তো বান্দি ।সরি ভাইয়া অনেক সরি ।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪০
246122
বান্দা লিখেছেন : না সমস্যা নাই বোন। কিছু ভুল আসলে ভুলই নয় Happy আপনি ভাল থাকুন সবসময়
306079
২৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০২
জাগো মানুস জাগো লিখেছেন : jazakallah khair.
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:১১
247768
বান্দা লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File