এক দেশে দুই নীতি, বাংলাদেশের এক দশমাংশ রাজ্যে পরিনিত মানিনা।
লিখেছেন লিখেছেন বাংলার মানব ১৮ জুন, ২০১৩, ০১:০৩:৩২ দুপুর
যেই সরকার আজ পাঁচ বছর পর্যন্ত কোন পার্বত্য এলাকার বাঙালি সম্বন্ধে একটি দাবির প্রস্তাবায়নেও বাঙালির দিকে ফিরে না তাকিয়ে উল্টা কিছু চেটেলার উপজাতীয়দের সর্ব ক্ষমতা দিয়ে চলছে, তাদের কাছে দাবি? ?? এখন থেকে কোন দাবি সরকারের সম্মুখীন নয়, দাবি হতে হবে মামলা পর্যায়ে, ,, অন্যথায় ওদের মতো গায়েব করে ফেলতে হবে।।
অনেকে মনে করবেন পোলার হেডাম কতো! !!!!!!
তাদের বলবো যতোই সাইবার যুদ্ধ করেন যতই বক্তাবক্তি করেন কোনও লাভ হবেনা, যতক্ষন বাঙালি বিভেদ ভুলে রাজপথে নামবেননা,
কিছু বাঙালিদের স্বভাব দেখুন, স্বচোখে দেখা,
এদিকে রাস্তায়, বাজারে , চায়ের দোকানে বড় বড় লেকচার মারে, অতছ তাদের বাসায় গিয়ে দেখুন, ঘর ভাড়া দিয়ে বসে আছে কিছু উপজাতি চেটেলারদের, যারা কিনা পড়ালেখার নামে বিভিন্ন বর্ডার ক্রস করে এখানে ঢুকে আশ্রয় নিয়ে টিকে আছে আমাদেরই মাঝে,, ঠিক তারাই দেখুন আজ বাংলাদেশের একমাত্র আদিবাসী এবং নাগরিক হিসেবে প্রাধান্ন পাচ্ছে, আর তাতে নিরলসভাবে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ বর্তমান সরকার।
একধম ঠান্ডা মাথায় লিখলাম, চাইলে প্রমানও নিতে পারেন, অনেকের নিশ্চয় চোখের সামনেই দেখছেন,
একটি কথা জোর গলায় বলতে পারি,
আমি একজন রাঙামাটির মানুষ হয়ে রাঙামাটির সব উপজেলা ঘুরি এবং ব্যক্তিগত কাজে, আমাকে যদি প্রশ্ন করা হয় আপনাদের রাঙামাটির প্রতিটি থানা প্রতিটি উপজেলার সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জরিত একজন করে উপজাতি চাদা কালেক্টরের নাম এবং কোন এলাকায় ইউপিডিএফ অথবা জেএসএস চাদাবাজী করছে, তাদের একটা একটা করে নাম দিতে , তা আমি উল্লেখ করার ক্ষমতাটা রেখেই বলতে পারি,,
এখন কথা হচ্ছে কার কথা কে শুনে,, আপনি সরকারকে বলবেন কোন লাভ নেই, আপনি সেই আশ্রয়দাতা বাঙালি ভাইদের বলবেন কোনই লাভ নেই,,
অবশেষে ঘুরেফিরে একটি কথায় আসে, যতদিন পার্বত্য এলাকায় একটি বাঙালি সন্ত্রাসী সংঘটন তৈরী না হয় ততদিন কোন সরকার আপনার /বাঙালির কথা শুনবেনা,,, এতবড় সন্ত্রাসি গ্রুপ জেএসএস, ইউপিডিএফ যেখানে দমন করতে পারছেনা সরকার সেখানে আপনার আমার দাবি কিভাবে মানবে,, সব মিলিয়ে ঠিক এভাবেই হচ্ছে , সরকার হচ্ছে শক্তের ভক্ত নরমের জম।।
তবুও আছি, যতদিন পার্বত্য এলাকায় বেঁচে তাকবো অনলাইনে, রাজপথে আন্দোলন করেই যাবো। কারন আমি একজন বাংলাদেশের স্বাধিন চেতনা অধিকারী।।।
বাংলাদেশ কোন অন্য জাতী দ্বারা চলুক তা আমি মানবো না, বাংলাদেশ কারো বাপেরদিন্না দেশ নয় যে,
ক্ষমতায় থাকলেই বাঙালির ৭১ এর স্বাধীন চেতনাকে ভুলে গিয়ে দেশটাকে একটা সন্ত্রাসি ভারতের কিছু চেটেলার উপজাতি নিয়ে গঠিত করে বাংলাদেশের এক দশমাংশ ভুমি আলাদা করে দেবে।।।।।
বিষয়: বিবিধ
১৪৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন