ভাল্লাগে না কাদের
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৮ জুন, ২০১৩, ০১:০৫:০৪ দুপুর
আমার চলন ভাল্লাগে না
মুখের বলন ভাল্লাগে না,
কি করি, কি করি রে!!
আমার ধরণ ভাল্লাগে না
গায়ের বরণ ভাল্লাগে না
কি পরি, কি পড়ি রে!!
আমার গরণ ভাল্লাগে না
গানের চরণ ভাল্লাগে না
কি ছাড়ি, কি ধরি রে!!
ভাল্লাগে না কাদের!
শ্রীযুক্ত দাদাদের?
নাকি ভাসুর ভাদাদের?
বিষয়: বিবিধ
১১৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন