ইমিগ্রেশন
লিখেছেন লিখেছেন চক্রবাক ১৩ নভেম্বর, ২০১৩, ০৫:২০:২৫ বিকাল
বদলে যায় ইঙ্কের আবরণ কখনও সাদা কখনও নীল, কালো, বেগুনি,লাল...... কখনও ধূসর। জীবনের ক্যানভাসে তুমি আঁক ধূসর স্বপ্ন, লেলিহান অগ্নিলাভা। আলপিনের মাথায় স্পর্শ করাও মরণ বিষ খুঁচিয়ে রক্তাক্ত কর ক্যানভাসের ব্যঞ্জনাকে। আমি আছি শিমুলে পেঁচিয়ে ঊষার আভাসে...নগ্নপদে যুবক বেশে। আঁকছি আমি মরণ বিষে মাইগ্রেসনের চিত্রকল্প। সর্বগ্রাসে সর্বভুক প্রাণ আগ্নিদগ্ধ বায়ু শোকে, বন্ধনায়, বাতুলতায় আগ্রাসী। বদলাইনি আমি বদলিয়েছে সমাজ, মর্ম, আকুলতা। স্বপ্নে লেলিহান চক্ষুশূলে ডুবছে ভেলা সর্বমূলে। আমি কবি নই, আঁকি মনের সুখে। বলপেনের পাথরের ঘষায় যদি কিছু বেরিয়ে পরে তাহাই সর্বগ্রাসি। ভৌতিক হাঁকে হুঙ্কার জাগায় অলক্ষে। আমি দেখি অঙ্গুলিপিষ্টে চাপা পরা সিগারেটের আর্তনাত। ঝলসানো মুখে ইলিবিলি কাটা আলেয়ার আহবান। আমি দেখি সুনীলের চিত্রকল্প। নিঃশ্বাসের আশ্বাসে বেছে থাকা।
[ভাল লাগার কয়েকটি লাইন]
জানি, যে কবিতা আমি লিখতে চাই, এখনো তার মর্ম স্পর্শ করতে পারিনি। আমি কবিতায় সত্য কথা লিখতে গিয়ে দেখেছি, পৃথিবীর সত্য প্রতিনিয়ত বদলে যায়। এখানে আমার ধারাবাহিক ভুলগুলো_ যে কবিতা জীবনের, সে কবিতার জন্য জীবনকে যোগ্য করে নিতে হবে। এ জীবন সজ্ঞানে, আত্মত্যাগে নয়, সর্বগ্রাসে সর্বভুক কবিতার জন্য প্রস্তুত হচ্ছে। শেষ পর্যন্ত যদি না পারে, তবে কবিতা লেখা ছেড়ে, সেই দিকভ্রান্ত জীবন তখন নিজেকে নিয়ে কী করবে জানি না।
বিষয়: সাহিত্য
১৬৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন