ইসলামিস্টদের দৌরাত্ম্য
লিখেছেন লিখেছেন চক্রবাক ০৯ নভেম্বর, ২০১৩, ১১:৩৯:৪৯ সকাল
টুডে ব্লগে ইদানিং কিছু কার্লচারাল ইসলামিস্টদের দৌরাত্ম্য দেখে আমি অবাক না হয়ে পারি না। কিন্তু এরা কি আসলেই ধার্মিক ? নাকি ধর্মান্ধ ? প্রিয় টুডেতে ইসলামি দের আনাগোনা সত্যি প্রশংসনীয় কিন্তু যারা ধর্ম নিয়ে লেখেন তাদের কজনই বা ইলামের মৌলিক দিকটির প্রতি দৃষ্টি রাখেন। প্রথম পাতার মধ্যে তাকালে দেখা যায় ১৫ টি পোস্টের মধ্যে ৮/৯ টাই মামুলি কিংবা জৈবিক পোস্ট। কিন্তু ইসলাম কি শুধু জৈবিক চাহিদার উপর প্রতিষ্ঠিত ?
আমি এই প্রশ্নটি করতাম না কিন্তু আমাকে করতে হল এই কারণে যে, টুডেতে কিছু প্রগতিবাদী (যারা নিজেদের নাস্তিক ভাবতে পছন্দ করেন) ইসলামকে শুধুই মৌলবীদের যৌন পুলক হিসেবে মনে করেন, আর আপনাদের পোস্টও কি তাদের সমর্থন যোগ্য নয়। যদিও তা আপনাদের অলক্ষে। এখন প্রশ্ন হল যারা ইসলামের মূল বিষয় সম্পর্কে আজও নাওয়াকিফহাল তাদের বাড়াবাড়ি আর প্রগতিবাদীদের ইসলাম সম্পর্কে চুলকানির পার্থক্য কতটুকু ?
টুডের একটা পরিসংখ্যান দেখুন...
সর্বাধিক পঠিত ডেক্সএ ৮/৯ টি পোস্ট'ই যৌন চুলকানি মূলক।
নির্বাচিত ডেক্সএ ৩/৪টি পোস্ট জৈবিক।
এবং প্রথম পাতায় ৮/৯ টি পোস্ট'ই মামুলি।
সেখনে ইসলামিস্টদের ধর্ম বিষয়ক দৌরাত্য হাস্যকর। এখন হয়ত আপনারা আমাকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন এই বলে যে, আপনার পোস্টেও তো ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে তেমন কোন পোস্ট পাওয়া যায় না, সেক্ষেত্রে আমি বলব ইসলাম সম্পর্কে আমি খুব বেশি কিছু যানি না তাই পোস্ট করার সাহস পাচ্ছি না,তাই বলে কি ইসলামিস্টদের কাছ থেকে মৌলিক লেখা আসা করতে পারি না ? আমি আমার কাজ করছি, সামাজিক অবক্ষয় নিয়ে কিছু কিছু লিখার চেষ্টা করছি। কিন্তু যারা ইসলামের লেবাস পরছেন,ইসলাম নিয়ে লিখে প্রগতিবাদীদের কাছে ইসলামকে মামুলি ভাবে উপস্থাপন করছেন। তাদের বিরুদ্ধে আমার এই প্রতিবাদ আপ্রয়জনীও। আশা করছি এখন থেকে ইসলাম সম্পর্কে ভাল লেখা পাব ইনশাআল্লাহ।
আশার কথা হল এদের মধ্যেও কিছু ভাই ভাল লিখছেন তাদের ধন্যবাদ।
বিঃ দ্রঃ- লেখাটি শুধুই তাদের উদ্দেশ্যে যারা উপরের কন্ডিশন ফিলআফ করেন। সবার জন্য নয়।
বিষয়: বিবিধ
১৪২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন