বাংলাদেশ কি পারবে ভারতের বলয় থেকে বেরিয়ে আসতে ??
লিখেছেন লিখেছেন চক্রবাক ২৮ মে, ২০১৩, ০১:১৫:১২ দুপুর
রামপালের বিদ্যুৎ উৎপাদনের নামে সরকার সুন্দরবন ধ্বংস করার পরিকল্পনা নিচ্ছে,এই পরিকল্পনার ফলে সুন্দরবন আগামি ১০ বৎসরের মধ্যে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে বলে জানিয়েছেন বিভিন্ন পরিবেশ কর্মীরা।সরকার জাতীয় স্বার্থবিরোধী ভারতের সব অবৈধ সিদ্ধান্ত মেনে নিচ্ছে।আর আমরা মধ্যবর্তী সভ্য (বর্বর) সমাজ বসে বসে আঙ্গুল চুষছি !!এই অমূল্য সম্পদ সুন্দরবন,সরকারের কয়লা ভিত্তিক বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্টের চুক্তির ফলে আমাদের পরিবেশের উপর নানা ভাবে প্রভাব ফেলবে,প্রানী কুল ধংসের শেষ সীমায় পৌঁছে যাবে।অপর দিকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদাসীনতায় প্রাকৃতিক ভারসাম্যের রক্ষাকবচ, বিশ্ব ঐতিহ্যের অন্যতম সুন্দরবনের অস্তিত্বই হুমকির মুখে। সময়মত ন্যূনতম রক্ষণাবেক্ষণের অভাবে চট্টগ্রাম, বরিশালসহ সারাদেশের সাথে মোংলা-খুলনার নৌ যোগাযোগ রক্ষকারী ‘ঘাশিয়াখালী চ্যানেল’ ভরাট হয়ে যাওয়ায় সুন্দরবনের ভেতর দিয়ে ‘সাময়িকভাবে’ নৌপথ চালু করার পরে তা স্থায়ী লাভ করেছে। ফলে সুন্দরবন ও বনের জীববৈচিত্র্য ভয়াবহ হুমকির মুখে।তাই অভিলম্বে সুন্দরবনের নৌরুট বন্ধ করে এবং ‘বঙ্গোপসাগরে তেল-গ্যাস সম্পদ হরিলুটের ‘পিএসসি-২০১২’ অবিলম্বে বাতিল করতে হবে। প্লান্টগুলো সংস্কার করে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। এছাড়াও জ্বালানি ও অর্থ অপচয়কারী রেন্টাল/কুইক রেন্টালের বোঝা নামিয়ে কালক্ষেপণ বৃদ্ধি না করে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়ন করতে হবে’।Click this link
বিষয়: বিবিধ
১৮০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন