হে নজরুল তোমার বিদ্রহী একেকটি ধ্বনি আজও হৃদয় নাড়া দিয়ে উঠে।
লিখেছেন লিখেছেন চক্রবাক ২৫ মে, ২০১৩, ০৩:৫৩:১৭ দুপুর
আসল উদাস, শ্বসল হুতাশ
সৃষ্টি-ছাড়া বুক-ফাটা শ্বাস,
ফুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস,
গগন ফেটে চক্র ছোটে, পিণাক-পাণির শূল আসে!
ঐ ধূমকেতু আর উল্কাতে
চায় সৃষ্টিটাকে উল্টাতে,
আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!
আজ হাসল আগুন, শ্বসল ফাগুন,
মদন মারে খুন-মাখা তূণ
পলাশ অশোক শিমুল ঘায়েল
ফাগ লাগে ঐ দিক-বাসে
গো দিগ বালিকার পীতবাসে
নজরুলের ১১৪তম জন্মজয়ন্তিতে আবারও বলতে চাই,নজরুল তুমি শুধু এই দিনের'ই নও তুমি সর্বকালের।
বিষয়: সাহিত্য
১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন