"আওয়মী লীগ নিষিদ্ধ হবে"

লিখেছেন লিখেছেন আবদুল হাদি ০১ আগস্ট, ২০১৩, ০৮:৪৯:১৪ সকাল



নিউটনের তত্ব Every action has equally & opojit action.অর্থাৎ"প্রতিটি ক্রিয়ার সমান এবং পাল্টা প্রতিক্রিয়া আছে"।বাংলাদেশ ৯০% মুসলমানের দেশ।

জামায়াতে ইসলামী,ইসলামী ছাত্রশিবির বর্তমান বাংলাদেশের বাস্তবতা। যোগাযোগ মন্ত্রীর ভাষায় এটা কচু পাতার পানি নয়,যে হুট করে ফেলে দেবে।

'৭১ এ তারা(জামায়াত) একটি সিদ্ধান্তে বাধা ছিলো,যা শুধু জামযাত নয় বরং সকল ইসলামীক দল ও সকল ইসলামী ব্যক্তিত্বও।বাস্তবতাও ছিলো ইন্ডিয়ার অতি উৎসাহের কারনে।

স্বাধীনতা অর্জনের পর তারা দেশ গঠনে দৃড় প্রতিজ্ঞাবদ্ধ। নীতি নৈতিকতার

ভিত্তিতে দেশের শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও চিকিৎসায় বিকাশে তথা দেশের অর্থনীতির বিকাশে তারা অবদান রাখছে।

দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে তাদের শক্তিশালী ভিত্তি।আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও তারা কোরআন হাদীসের চর্চার মাধ্যমে নীতি নৈতিকতার চর্চা করে,যা সবার(যারা বিবেক সম্পন্ন) দৃষ্টি কাড়ে।

এদের গনতন্ত্রের চর্চা ও উন্নতমানের। নেই কোনো পদের লোভ।নেই কোনো হিংসা হানাহানী নিজেদের মেধ্যে মারামারী, নেই কোনো টেন্ডারবাজী,চাদাঁবাজী,ব্যংক লুট, শেয়ার কেলেংকারীর মত ঘটনা,নেই কোনো সেন্্চুরিয়ান মানিকের মত অসভ্যের আনা গোনা.......আর তাই আজ জামায়াত শিবির আজ গন মানুষের প্রিয় সংগঠনে পরিনত হয়।

কিন্তু আজ যারা ক্ষমতায় ,সবাই জানে তারা ইলেক্শন ইন্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আসে,যাদের আজকের জনপ্রিয়তা অনেকটা শূন্যের কোটাায়।

তারা আজ অন্যায়ভাবে ইসলামী নেতৃত্বকে দেশের বিরুদ্ধ শক্তি হিসেবে চিহ্নিত করার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে এবং গনমানুষের সংগঠন জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতীলের চক্রান্ত করছে।

যার ফলশ্রুতিতে অদূর ভবিষ্যতে দেশের শান্তিকামী মানুষ,বিবেকবান মানুষ,দেশ প্রেমিক মানুষ তথা ইসলাম প্রিয় মানুষ দাবী জানাবে,সকল অপকর্মের হোতা "আওয়ামী লীগকে অভিলম্ভে নিষিদ্ধ কর"।।

বিষয়: বিবিধ

২৩২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File