মুরগি
লিখেছেন লিখেছেন আবুসাঈদ আনসারী ১২ মে, ২০১৩, ০২:১৩:৩১ দুপুর
একাত্তরে মুরগি দিতাম
পাকিরে
তখন আমি মুরগি কিনতাম
বাকীরে!
দিছি তাদের পাতে তোলে কোরমা
পোলাও
বইসি আমি হানাদারের জুতা
গুলাও।
এখন আমি মুক্তিযোদ্ধা বিরাট
বড়ো!
'রাজাকারদের' মারতে তোরা মঞ্চ
গড়ো
মুরগি সাপলাই দিছি আমি কয়
কেডা?
আমার গোফটা চাইয়া দেখ তুই এই
বেডা!
তোরে আমি ফাঁসি দিমু গুসটি
শুদ্ধা
তোরা নকল, আমি আসল মুকতি-
যোদ্ধা!!
বিষয়: সাহিত্য
২০৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন