শহীদ চত্তর
লিখেছেন লিখেছেন আবুসাঈদ আনসারী ১১ মে, ২০১৩, ০৯:১৪:৫০ সকাল
মানুষ মরলো কোরান পুড়লো
পুড়লো জিনিসপত্তর
শাপলা এখন শাপলা নয় সে
শাপলা শহীদ চত্তর!
তোরাই সর্প তোরাই ওঝা
তোরাই মানুষ মারলি
তোদের লগি তোদের বৈঠা
আমার উপর ঝাড়লি।
বাতি নিলি টিভি নিলি
নিলি আমার জানটা
তোদের হাতে রইলো না আর
আমার দেশের মানটা।
বিষয়: সাহিত্য
১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন