রাজাকারের নাতি (বাংলাদেশের দ্বিতীয় সরকার প্রধান ইমরান কে নিবেদিত!)
লিখেছেন লিখেছেন আবুসাঈদ আনসারী ০৫ মে, ২০১৩, ০১:৪৮:৫৬ দুপুর
রাজাকারের নাতি তুই
রাজাকারের নাতি
রাজাকারের ফাঁসি নিয়া
করস মাতামাতি?
এইবার খাইছিস ধরা রে
এইবার খাইছিস ধরা
বনধ হইয়া যাইবো এইবার
তোগর নড়া ছড়া!
যা যা দাদার কবরে
'জ্বালা মোমবাতি'
রাজাকারের নাতি তুই
রাজাকারের নাতি!
রাজাকারের নাতি তুই
রাজাকারের নাতি
ছাগু দের লিডার তুই
তুইরে নেতা পাতি!
একাত্তরে তোর দাদায়
মারছে কতো লোকরে!
কুড়িগ্রামের মানুষরা তো
ভুলে নাই সে শোক রে!
দাদারে না পাইলে এবার
পাইবো তারা নাতি
শুলে ছড়াই মারবো তরে
ঐ যে আসছে হাতি!
রাজাকারের নাতি তুই
রাজাকারের নাতি!
রাজাকারের নাতি
দিল্লী
৪ মার্চ ২০১৩
বিষয়: সাহিত্য
১৪৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন