সিলেট সিটিতেও সরে দাড়ালো জামায়াত, বিএনপি প্রার্থীকে সমর্থন

লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ২৫ মে, ২০১৩, ১০:৪৫:০৩ রাত

রাজশাহীর পর সিলেটেও জামায়াত নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে বিএনপির প্রার্থীকে সমর্থন করেছে। সেই সাথে বিএনপির প্রার্থী আরিফুলকেই ১৮ দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

জামায়াতের কারাবন্দী সিলেটের আমীর এ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের মনোনয়ন নিয়েছিলেন। এ নিয়ে বিএনপিসহ সিলেটের রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। শেষতক ১৮ দলীয় জোটের সিদ্ধান্ত হয় বিএনপির প্রার্থীই ১৮ দলীয় জোটের প্রার্থী।

জামায়াত প্রার্থী এহসানুল মাহবুব জোবায়ের ছাড়াও বিএনপিরও বাকি তিন প্রার্থী মনোয়ন প্রত্যাহার করবেন।

বিএনপির অন্য প্রার্থীরা হলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি নাসিম হোসাইন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামছুজ্জামান জামান ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী পংকী।

শনিবার রাত সাড়ে ৮টায় সিলেট মহানগর বিএনপির সভাপতি এমএ হকের মিরাবাজার যতরপুরের বাসভবনে ১৮দলের এক সভায় এই ঘোষণা দেওয়া হয়।

সভায় সিলেট জেলা ও মহানগর ১৮দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জামায়াতের কারাবন্দি প্রার্থী এবং বিএনপির অন্য তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্য মেয়র প্রার্থীরা রোববার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।

বিষয়: রাজনীতি

১২৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File