ফেচবুকে অশ্লীল ও নগ্ন আইডি রিপোর্ট করার নিয়ম।
লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ১৮ মে, ২০১৩, ০৭:৫১:২৮ সন্ধ্যা
ফেচবুক আইডিতে রিপোর্ট করতে হবে যেভাবে উদ্যোগটা সত্যিই অনেক ভাল। কিন্তু আমরা সবাই যেভাবে অগোছাল ভাবে রিপোর্ট করতেছি তাতে করে কোন আইডি বা পেজ রিমুভ হবে না।
সবার উচিত একই পন্থায় রিপোর্ট করা। তাই আমি একটা পন্থা দেখিয়ে দিচ্ছি।
প্লিজ সবাই ঠিক এইভাবে রিপোর্ট করুন, ইন-শা-আল্লাহ খুব সহজেই আইডি/একাউন্ট/পেজ রিমুভ হয়ে যাবে।
প্রথমত দু'টি জিনিসকে রিপোর্ট করতে হবেঃ
১. ফেসবুক আইডি/একাউন্ট২. ফেসবুক পেজকিভাবে বুঝবেন আইডি নাকি পেজ? (For Newbie)১. এই গ্রুপ থেকে প্রথমে লিঙ্কটি কালেক্ট করুন
২. এরপর সেটিতে ঢুকুন।
৩. প্রোফাইলের কভার পিকচারের নিচের দিকে "Add Friend/Follow" অপশন আছে কিনা দেখুন। যদি থাকে তাহলে সেটা একটি ফেসবুক আইডি/একাউন্ট। এটাকে রিপোর্ট করার জন্য নিচের "১ নং পন্থা" অনুসরণ করুন।
৪. যদি প্রোফাইলের কভার পিকচারের নিচের দিকে "Like/Message" অপশন থাকে তাহলে সেটা একটি পেজ। এটাকে রিপোর্ট করার জন্য নিচের "২ নং পন্থা" অনুসরণ করুন।
পন্থা ১: ফেসবুক ফেসবুক আইডি/একাউন্ট রিপোর্ট করা১. এই গ্রুপ থেকে প্রথমে লিঙ্কটি কালেক্ট করুন
২. লিঙ্কটিতে ঢুকে "Add Friend/Follow" এর পাশে "Message" এর পাশে একটা * স্টার চিহ্ন দেখতে পাবেন। ওটাতে ক্লিক করে "Report/Block" খুজে বের করুন, এরপর ক্লিক করুন।
৩. লোডিং হওয়ার পর মাঝামাঝি থাকা "Submit A Report" এর গোল বক্সে ক্লিক করে "Report "....."'s Account" ক্লিক করুন। এখানে "....." এর জায়গায় আকাউন্টের নাম থাকবে।
৪. এরপরের বক্সে ৪ নং বক্সে "This Timeline is full of Inappropriate Content" এ ক্লিক করে "Sexual" দিন।
৫. সর্বশেষ বক্সে তিনটি অপশন আসবে। শুধুমাত্র নিচের "Submit A Report" এ ক্লিক করে Continue দিন। ভুলেও "Send A Message To....." তে ক্লিক দিবেন না।
পন্থা ২: ফেসবুক ফেসবুক পেজ রিপোর্ট করা
১. গ্রুপ থেকে প্রথমে লিঙ্কটি কালেক্ট করুন
২. লিঙ্কটিতে ঢুকে "Message" এর পাশে একটা * স্টার চিহ্ন দেখতে পাবেন।
ওটাতে ক্লিক করে "Report Page" খুজে বের করুন, এরপর ক্লিক করুন।
৩. লোডিং হওয়ার পর
মাঝামাঝি থাকা ৩ নং অপশন "I Think It Shouldn't be in Facebook" এর গোল বক্সে ক্লিক করে "এ ক্লিক করে Continue দিন।
৪. এরপরের বক্সে ৩ নং বক্সে "Hate Speech" এ ক্লিক করে ৩ নং এ থাকা "Targets A Religious Group" দিয়ে Continue দিন।
৫. সর্বশেষ বক্সে দুটি অপশন আসবে। শুধুমাত্র নিচের "Report To Facebook" এ ক্লিক করে
Continue দিন। ভুলেও "Send A Message To....." তে ক্লিক দিবেন না।
৬. এরপরের বক্সে "Okay" দিন।এভাবে সবাই একিভাবে কাজ করলে খুব সহজেই নাস্তিক/ধর্মবিদ্বেসিদের একাউন্ট/পেজ রিমুভ হইয়ে যাবে। সবাই ভাল থাকবেন, এবং বেশি বেশি করে রিপোর্ট করুন। আল্লাহ হাফেজ।
বিষয়: বিবিধ
৭০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন