প্রধানমন্ত্রী আপনি বাঙ্গালী জাতিকে অপমান করলেন!!

লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ০৩ মে, ২০১৩, ১০:৫৭:১৭ সকাল

সামগ্রিকভাবে দেশের সকল ভালো কাজের প্রশংসা যেমন প্রধানমন্ত্রীর প্রাপ্য, ঠিক তেমনি খারাপ কাজের সমালোচনাও প্রধানমন্ত্রীর প্রাপ্য। কারণ তিনি জেনে শুনেই খারাপ মানুষদের, অযোগ্য আমলাদের এবং দলীয় সন্ত্রাসীদের মন্ত্রী বানিয়েছেন, প্রশাসক বানিয়েছেন এবং নেতার আসনে বসিয়েছেন।

এইসব ব্যর্থতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই সমালোচনা করা যায়, তবে এভাবে চুরান্ত অপমান করা যায় না।Christiane Amanpourএর সাথে দেয়া সিএনএন এর সাক্ষাৎকারে যে ভুল তথ্যগুলো দিয়ে প্রধানমন্ত্রী নিজেকে সমগ্র বিশ্ববাসীর কাছে নিজেকে মিথ্যাবাদী প্রমান করলেন, তার জন্য কী তিনি একা দায়ী? না কী তারাও দায়ী, যারা উনাকে এই মিথ্যা তথ্যগুলো সরবরাহ করেছে?

রানা প্লাজা ধ্বসের পরও তিনি বলেছিলেন, "সাভারের ভবন ধ্বসের ঘটনায় সরকার সতর্ক হয়ে আগে থেকেই বাসিন্দাদের সরিয়ে এনেছিল। পরে কেউ গিয়ে থাকলে তারা গিয়েছিল মালামাল সরাতে"। যিনি প্রধানমন্ত্রীকে এই সর্বৈব মিথ্যা তথ্যটি দিয়েছিলেন, তার কী শাস্তি হয়েছে জানি না, তবে প্রধানমন্ত্রী দেশে/বিদেশে চরমভাবে সমালোচিত হয়েছেন।

যে রূঢ় ভাষায় Christiane Amanpour বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাক্ষাৎকারের নামে অপমান করেছেন, তা দেখে উল্লাস করার কিছু নেই। বরং বাংলাদেশী হিসেবে চরম অপমানিত ও ক্ষুব্ধ হবার যথেষ্ট কারণ আছে।

মাননীয় প্রধানমন্ত্রী, জাতি হিসেবে এই লজ্জা আমাদের প্রাপ্য ছিলো না। আপনার পছন্দের মানুষগুলো অযোগ্যতা, অদক্ষতা আর দুর্নীতির কারণে আজ আমাদের এই লজ্জা পেতে হলো।

কেউ ভিডিও টি দেখতে চাইলে গিয়ে দেখুন।

video

বিষয়: বিবিধ

২০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File