খালেদাকে সংলাপের আহ্বান হাসিনার!!আমারে মাইরালা
লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ০২ মে, ২০১৩, ১০:২৫:২২ রাত
টাস্কি খাইলাম, এ কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় টাস্কি সেই ২০০৮ সালের হুসাইন মোনাফেক এরশাদের পরে এটাই আমার ২য় টাস্কি খাওয়া।হায় হায়!! হাসিনা বুবু শেষ বেশ করলোডা কি । চোর বাটপার দের সাথে শেষ বেশ আপনিও সংলাপ চাইলেন। এত বয় পেয়ে গেছেন। আর কত মুনাফেক দেখবো। মনে আছে সেই Prothom Alo যে বললেন চোর বাটপাদের সঙ্গে বসে কি হবে। কিন্তু আজ??খালেদাকে সংলাপের আহ্বান হাসিনার । হেফাজতের চাপে পড়ে চোর বাটপারদের পা চাটবেন??সত্যিই তাই আপনার বাবাও এ কাজটাই করেছিল। দেখুন ১৮দলীয় জোট কি বলে। মনে রাখবেন এ দলে কিন্তু আন্দালিব রহমান পার্থ, সাদেক হোসেন খোকার, শফিউল আলম, অব.কর্নেল ওলি আহমদের মতো নেতা আছে। বিএনপি একলা কোন সিন্ধান্ত নেবে না। আর ইসলামী দলগুলোর কথা বললামই না কারণ তারা কিন্তু মা গর্জে চড়ে আসার প্রবক্তাদেরকে ছিটকে ফেলবে। দেখি গনতন্ত্র আজ কোন দিকে ধাবিত হয়।
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন