হিন্দুদেরওপর আওয়ামী নির্যাতন চুলশীদের চোখে বাধে না।
লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ২৯ এপ্রিল, ২০১৩, ০৯:৫৯:২১ রাত
একটা কথা মাথায় রাখবেন, 'হিন্দু'দের ওপর যখন আওয়ামী-লীগরা নির্যাতন করে, তখন সেটা মোটেই 'সংখ্যালঘু নির্যাতন' হয় না।
"ওরা যখন আমার জায়গা দখল করে তখন প্রতিবাদ করেছিলাম। আর সেটা করতে গিয়ে আমাকে সাভারছাড়া হতে হয়েছিল। সত্য কথা বললে এবার ওরা আমাকে পৃথিবীছাড়া করে ছাড়বে। ...সাংবাদিক দাদা, আপনিও হিন্দু মানুষ। আমিও হিন্দু মানুষ। আপনি আমার আর কোনো ক্ষতি করবেন না। আপনি তো জানেন, এই দেশে হিন্দুদের কিভাবে বেঁচে থাকতে হয়। রানা প্লাজা ধসে আমার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর এসে পড়ে। আমার চারজন স্টাফ ও তিনজন কাজের লোক মারা গেছে। দুর্ঘটনার পর আমার বাড়ির মালামাল লুট হয়ে গেছে। নিজের বাড়িতেই এখন আমি ঢুকতে পারছি না। উদ্ধারকারীরা আমার বাড়ি সিল করে রেখেছে। আমার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় আত্মীয়স্বজনের বাড়িতে থাকছে।" -রবীন্দ্রনাথ সরকার
[উল্লেখ্য যে এই রবীন্দ্রনাথ সরকার এর জায়গা জবর দখল করেই যুবলীগ নেতা সোহেল রানা তার পিতা কলু খালেক এর মালিকানায় নির্মান করেছিলো সর্বনাশা "রানা প্লাজা"]
http://www.mzamin.com/details.php?nid=NTA4Nzc%3D&ty=MA%3D%3D&s=Mjc%3D&c=MQ%3D%3D" target="_blank" target="_blank" rel="nofollow">মানবজমিন
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন