হাস্যকর সাক্ষাকার !!
লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ২৬ এপ্রিল, ২০১৩, ০৯:১৭:২৯ রাত
রানা প্লাজার ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে চিৎকার করছে এক লোক। তাকে উদ্ধারের জন্য দেয়ালের একটি অংশ ফুটো করা হয়েছে। সুযোগ বুঝে এক সাংবাদিক তার মাইক্রোফোনটি ফুটোর ভিতর দিয়ে বাড়িয়ে দিলেন চাপা পড়া লোকটির উদ্দেশ্যে।
অতঃপর............................................................
সাংবাদিকঃ আপনি আমার কথা শুনতে পাচ্ছেন?
দেয়াল পিস্ট যুবকঃ হ হুনতাছি।
সাংবাদিকঃ আপনি কি দেয়ালে চাপা পড়েছেন?
যুবকঃ না, আমি দেয়ালরে চাপা দিছি।
সাংবাদিকঃ ( থতমত খেয়ে) আপনার কি কষ্ট হচ্ছে? আপনার অনুভূতি কি ? (যুবকের জামা রক্তে রন্জিত)
যুবকঃ আরে নাহ। আমার খুব আরাম লাগতেছে। দেয়ালডা মেলা কোমল।
সাংবাদিকঃ আপনি কি বের হতে পারছেন না?
যুবকঃ পারুম না কেন? একটু আগেই তো চা খাইয়া আইলাম। এহন আবার দেয়াল তুইলা নিছে শুইছি।
সাংবাদিকঃ আপনি কি কাউকে কোনো message দিতে চান?
যুবকঃ আফনেরে দিতে চাই, তয় মেসেজ না। মূলী বাঁশ। হালারপুত তর মাইক্রোফোন দিমু তোর …... একবার খালি বাইর হই।
(তারপর যুবক চেঁচাল, কুনু মানুষ থাইকলে আমারে বাঁচাও)
কাল্পনিক কিন্তু বাস্তব !!!!!!! বাংলাদেশের সাংবাদিক নামের কুলাঙ্গারগুলো এরকমই। সাম্প্রতিক সাভার ট্রাজেডিতেও কিছু সাংবাদিক সেটা দেখিয়েছে।
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন