জানতে চান বিশ্বে ধর্ষনের পরিসংখ্যান?

লিখেছেন লিখেছেন নাগরিক ০৬ জুলাই, ২০১৩, ১১:৪৭:২১ সকাল

নারীর অধিকার রক্ষার্থে আমরা বিশ্বে কত কিছু করছি।বিভিন্ন প্রতিষ্ঠান,সভা,সমাবেশ,আলোচনা-সমালোচনা,নিন্দাসহ যা করা যায় সব(অবশ্য একটা কাজ ছাড়া)।কিন্তু,তাতে কি রক্ষা পাচ্ছে তাদের অধিকার?উত্তরটাকে আর একটু সহজ করার জন্য নিচে কয়েকটা পরিসংখ্যান তুলে ধরছি।উইকিপিডিয়া ও উইকিঅ্যানসারের তথ্য অনুযায়ী,

#কেবল মাত্র ২০০৫ সালে আমেরিকায় ধর্ষন হয়েছে ১৯১৬৭০টি

#প্রতিদিন অস্ট্রেলিয়ায় গড়ে ২৫০জন মহিলা ধর্ষনের শিকার হন

#কেবল মাত্র ২০০৬ সালে ইংল্যান্ডে ধর্ষন হয়েছে ২১২১৯০টি

এছাড়াও listen.nycagainstrape.org এর তথ্য অনুযায়ী,

#আমেরিকায় ৬১% ধর্ষনের ঘটনার শিকার হন অনুর্দ্ধ ১৮ বছরের নারীরা আর ২৯%ধর্ষনের ঘটনার শিকার হন অনুর্দ্ধ ১১ বছরের নারীরা।

# ৬১% আমেরিকান মহিলা সৈন্য পুরুষ আর্মির দ্বারা ধর্ষনের শিকার হন।

#প্রতি চার জনে ১ জন মহিলা সেখানে জীবনে ১বার হলেও যৌন হয়রানির শিকার হন।

suicide.orgএর তথ্য অনুযায়ী

#৩৩% মহিলা ধর্ষিত হওয়ার পর আত্নহত্যার চিন্তা করে এবং১৩% মহিলা আত্নহত্যার চেষ্টা করেন।আর ধর্ষনের পর মেরে ফেলার ঘটনা তো খুবই কমন একটা বিষয়।

আমার প্রশ্ন হল এমন পরিসংখ্যান দেখার জন্যই কি আমরা নারীদের অধিকারের বিষয়ে আজ এত সচেতন যে ইসলামের নিন্দা করে আর কিছু আস্ত রাখছি না?আমরা এমন সব কথা বলে কি এজন্যই মুসলিমদের কষ্ট দেই যাতে এমন পরিসংখ্যান দেখতে হয়?আমরা কি পারি না এই নিন্দাগুলোর পিছনে মস্তিষ্ক খাটানো বাদ দিয়ে কিভাবে এই মহিলাগুলোকে রক্ষা করা যায় সেদিকে মনোনিবেশ করতে?

বিষয়: বিবিধ

২৩২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File