আমাদের শিক্ষাব্যবস্থার কি হবে?
লিখেছেন লিখেছেন নাগরিক ২৮ জুন, ২০১৩, ১০:১৯:২৬ সকাল
বাংলাদেশের ১ নাম্বার বিশ্ববিদ্যালয় কোনটি? ওয়েব ম্যাট্রিক্সের পরিসংখ্যান অনুযায়ী বুয়েট। কেউ কি অনুমান করতে পারবেন বুয়েটের র্যাংকিং বিশ্বে কততম? ২৪১৫। কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক নাম্বার দাবী করতে চান তাহলে তার র্যাংকিংটাও শুনে রাখুন। ৩৮৬১।আর কিছু বলার কি দরকার আছে আমাদের শিক্ষাব্যবস্থা সম্বন্ধে?
অবলিক অ্যাঙ্গেলের একটা বিবৃতিতে বলা হয়েছে,"বাংলাদেশে যে হারে ছাত্ররা জিপিএ ৫ পাচ্ছে সে হারে শিক্ষার মান বাড়ছে না।সেখানে গত এক যুগের জিপিএ ৫ পাওয়ার পরিসংখ্যানও দেয়া আছে।আমি তা সরাসরি কপি করে পেস্ট করে দেই,
2001 – 76 ; 2002 – 327 ; 2003 – 1,389 ; 2004 – 8,597 ; 2005 – 15,637; 2006 – 24, 384 ; 2007 – 25,732; 2008 – 41,917 ; 2009 – 45,934; 2010 – 62,134; 2011 – 62,288; 2012 – 82,212
২০১১ এর তুলনায় ২০১২ সালে জিপিএ ৫ পাওয়ার হার প্রায় ৩১% বেশি।কিন্তু সে হারে কি আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে?আমাদের এখনও ভর্তির জন্য যে যুদ্ধ করতে হয় তা যারা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেন তারাই জানেন। ৮২,২১২ জন এ+ পেয়েছে কিন্তু BUET,KUET,CUET,RUET,SUST,MIST,IUT,Butex,DU,JU,DMC সহ ভাল প্রতিষ্ঠানগুলোর ভাল বিষয়ে আসন প্রায় ১৫০০০ এর মত।যে ৮২০০০ জিপিএ ৫ পেল তাদের বাকি ৬৭০০০ এর কি হবে?আমরা তো আমাদের তুলনায় একটা ভাল মানের প্রতিষ্ঠানই তাদের দিতে পারছি না(যদিও আমাদের সবচেয়ে ভাল প্রতিষ্ঠানই বিশ্ব র্যাংকিংএ ২৪০০ এর পরে)। আমাদের দেশে উচ্চশিক্ষাতো মরিচীকা।"দ্যা ইকোনোমিস্টের" রিপোর্ট অনুযায়ী কেউ পিএইচডি করার সময়ে গড়ে প্রতি মাসে ১৮০০০০ বাংলাদেশি টাকা (৯ মাসে ২০০০০$)পায়।যেখানে বাংলাদেশে গড়ে প্রতি মাসে পায় ১৮০০০ টাকা।অর্থাত ১০ ভাগের একভাগ।আর রিসার্চ করতে যেসব যন্ত্র-পাতি লাগে তার দিক দিয়ে তো ৫০ ভাগের ১ ভাগ পায় কিনা সন্দেহ!
আমরা গরীব দেশ এটা আমার মাথায় আছে।আমরা উন্নত বিশ্বের দেশগুলোর থেকে পিছিয়ে থাকব এটা স্বাভাবিক।কিন্তু তাই বলে আমাদের উন্নতির হারও হতাশাজনক। উন্নতির হারও যদি কম হয় তাহলে কখনই আমরা উন্নত বিশ্বের পদতলও দেখতে পাব না।আমরা জিপিএ ৫এর সংখ্যাবৃদ্ধি চাই না,চাই উন্নত শিক্ষাব্যবস্থা,চাই উন্নত সুযোগ-সুবিধা। একদিনে তা সম্ভব নয়,কিন্তু অগ্রগতির সূচনা একদিনেই হয়। আমরা সেটাই দেখতে চাই, আমরা সুন্দর বর্তমান দেখতে চাই, অতীত তো চলে গেছে,ভবিষ্যত তো বহু দুর।আজকের দিন থেকেই হোক না সুন্দর বর্তমানের সূচনা। আশা করি এমন একটা সময় আসবে যেদিনের পর থেকে আমাদেরকে সুন্দর বর্তমান ছাড়া আর কিছু দেখতে হবে না।
বিষয়: বিবিধ
১৪৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন