ক্রিশ্চিয়ানো রোনাল্দো সম্পর্কে এই খবরটা কি জানেন?
লিখেছেন লিখেছেন নাগরিক ২৫ জুন, ২০১৩, ১০:০৫:১২ সকাল
লিওনেল মেসির হরমোন গ্রোথের সমস্যার কথাটা মোটামুটি অনেকেই জানেন। হরমোন গ্রোথের সমস্যার চিকিৎসা না করা হলে ফুটবল একজন লিওনেল মেসিকে কখনো পেতোনা।
আজ ক্রিস্টিয়ানো রোনালদোর গল্পটা বলি। আমার ধারণা গল্পটা অনেকেরই অজানা।
ছোটবেলায় ক্রিস্টিয়ানো রোনালদোর হার্ট পালস রেট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। রোগটা এতই প্রকট ছিল যে, সাধারন কাজ বা বসে থাকার সময়েও হার্টের পালস রেট বিপদজনক মাত্রায় বেশি থাকতো।চিকিৎসা শাস্ত্রে এই রোগটিকে বলা হয় ''Tachycardia'',যেটা একটা বিরল রোগ। এই রোগের কারনে লাংস নষ্ট হতে পারে, ইনফেকশন হতে পারে,এমনকি হার্ট অ্যাটাকে মৃত্যুও হতে পারে।মজার ব্যাপার হল, দ্রুত গতিতে দৌড়ানোর সাথে হার্টের একটা নিবিড় সংযোগ আছে। আর ক্রিস্টিয়ানো রোনালদোই হল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফুটবলার!! ক্রিস্টিয়ানোর হার্টে একটি মেজর অপারেশন করা হয়েছিল। কিন্তু সময়মত অপারেশনটি না করা হলে ক্রিস্ট প্লেয়ায়াড়ই হতে পারতোনা, আজ ফুটবল পেতোনা একজন ক্রিস্টিয়ানো রোনালদোকে।
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন