এক নজরে বাংলাদেশের ক্রিকেট

লিখেছেন লিখেছেন নাগরিক ১৯ জুন, ২০১৩, ০৮:২১:৫৮ সকাল

বাংলাদেশে যখন ক্রিকেট পাগল লোকের অভাব নেই ব্লগেও থাকার কথা নয়।ক্রিকেট পাগল ব্লগারদের জন্যই আমার এই আয়োজন।গ্যারান্টি দিতে পারি,পুরোটা পড়লে ১টা হলেও নতুন তথ্য জানবেন।আর আশা করি ভাল লাগবে।

সর্বোচ্চ দলীয় সংগ্রহ:

টেস্ট:

৬৩৮(১৯৬.০) প্রতিপক্ষ:শ্রীলংকা ভেন্যু:গ্যালে

ওয়ানডে:

৩২০/৮(৫০) প্রতিপক্ষ:জিম্বাবুয়ে ভেন্যু:বুলাওয়ে

টি২০:

১৯০/৫(২০) প্রতিপক্ষ:আয়ারল্যান্ড ভেন্যু:আয়ারল্যান্ড

সর্বনিম্ন দলীয় সংগ্রহ:

টেস্ট:

৬২(২৫.২) প্রতিপক্ষ:শ্রীলংকা ভেন্যু:কলম্ব

ওয়ানডে:

৫৮(১৮.৫) প্রতিপক্ষ:ওয়েস্ট ইন্ডিজ ভেন্যু:মিরপুর

টি২০:

৭৮(১৭.৩) প্রতিপক্ষ:নিউজিল্যান্ড ভেন্যু:হ্যামিল্টন

সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ:

টেস্ট:

হাবিবুল বাশার:৩০২৬রান ১০০:৩টি ৫০:২৪টি

ওয়ানডে:

সাকিব আল হাসান:৩৬৮৮রান ১০০:৫টি ৫০:২৫টি

টি২০:

তামিম ইকবাল:৫৭৬রান ১০০:০টি ৫০:৩টি

সর্বোচ্চ স্কোর:

টেস্ট:মুশফিক:২০০(৪৩৭)

ওয়ানডে:তামিম:১৫৪(১৩৮)

টি২০:তামিম:৮৮*(৬১)

সর্বোচ্চ গড়:

টেস্ট:তামিম:৩৭.২২(মোট ২০১০ রান)

ওয়ানডে:নাসির:৪৫.৩৫(মোট ৭৭১ রান)

টি২০:মমিনুল:৩৫(মোট ৩৫ রান)

সর্বোচ্চ শতাধিক রান:

টেস্ট:আশরাফুল ৬টি

ওয়ানডে:সাকিব ৫টি

টি২০: কেউ নেই.......

সর্বোচ্চ অর্ধশতাধিক রান:

টেস্ট:বাশার ২৭টি

ওয়ানডে:সাকিব: ৩০ টি

টি২০:সাকিব ও তামিম: ৩টি করে

সর্বোচ্চ ডাক(০):

টেস্ট:আশরাফুল ১৬টি

ওয়ানডে:বাশার ১৮টি

টি ২০: আব্দুর রাজ্জাক ও সাকিব ৩টি করে

সর্বোচ্চ উইকেট শিকার:

টেস্ট:সাকিব ১০৬টি

ওয়ানডে:আব্দুর রাজ্জাক:২০১টি

টি২০:আব্দুর রাজ্জাক:৩৮টি

বেস্ট বোলিং ফিগার:

টেস্ট:সাকিব ৩৬/৭

ওয়ানডে:মাসরাফি ২৬/৬

টি২০:ইলিয়াস সানি ১৩/৫

বেস্ট ইকোনোমি রেট:

টেস্ট:জিয়াউর রহমান ২.৩৬

ওয়ানডে:সামিউর রহমান(১৯৮৬-১৯৮৬) ৩

টি২০:রফিক ৫.৫

সর্বোচ্চ ৫ উইকেট:

টেস্ট:সাকিব:৯বার

ওয়ানডে:আব্দুর রাজ্জাক:৪বার

টি২০:ইলিয়াস সানি:১বার

১ টেস্টে ১০ উইকেট:

এনামুল জুনিয়র:১বার

সর্বোচ্চ রান হজম করা বোলার:

টেস্ট:রফিক:১৮১/২(৪৫) ভারতের বিপক্ষে

ওয়ানডে:শফিউল:৯৭/২(৯) ইংল্যান্ডের বিপক্ষে

টি২০:রুবেল:৬৩/২(৪) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

সর্বোচ্চ ডিসমিসাল:

টেস্ট:খালেদ মাসুদ ৮৭টি।ক্যাচ:৭৮;স্টাম্পিং:৯

ওয়ানডে:খালেদ মাসুদ ১২৬টি।ক্যাচ:৯১;স্টাম্পিং:৩৫

টি২০:মুশফিক:২৮টি।ক্যাচ:১২;স্টাম্পিং:১৬

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File