একজন ভিলেন একজন নায়ক আর একজন বাবার কাহিনী

লিখেছেন লিখেছেন নাগরিক ১৬ জুন, ২০১৩, ০১:২৮:৪৮ দুপুর

ছোট বেলায় লেখা পড়া না করার জন্য বাবার কাছে যে পরিমাণ এবং যে কোয়ালিটির মাইর ধোর খেয়েছি সেই কথা মনে পড়লে এখনও ভয় লাগে।ছোট বেলায় মাইর খাওয়ার সময় মনে হত যেন বিশ্বের সবচেয়ে বড় ভিলেনটাই হল আমার বাবা।

নূন্যতম সুবুদ্ধি উদয় হওয়ার পর থেকে আজ পর্যন্ত যখন যে ধরনের সাহায্য দরকার সব পেয়েছি আমার বাবার কাছ থেকে।সাধ্যের সবটুকু দিয়ে সারা জীবন আমাকে সাপোর্ট দিয়ে এসেছেন তিনি।ভার্সিটি অ্যাডমিশনের সময় বাবার কাছ থেকে যা পেয়েছি তা না পেলে আমার আজকে আর চুয়েটে ইন্জিনিয়ারিং পড়া লাগত না।কোনো অখ্যাত প্রাইভেট ভার্সিটিতেও জায়গা পেতাম কিনা আল্লাহই জানেন।আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে।অথচ আল্লাহর ইচ্ছায় এখান থেকে যা পেয়েছি কোনো ধনীর দুলালও তা পায় না।আমার একবেলার খাবারের মান ভাল রাখার জন্য বাবা যে কষ্ট করেছেন এবং করছেন আমার গায়ের মাংস চিমটা দিয়ে টেনে টেনে তুললে যে কষ্ট হবে সেই সব কষ্ট বাবার জন্য করলেও তার বদলা হবে না।

পৃথিবীতে যদি সুপারম্যান বলে কেউ থাকে তা হল প্রত্যেকের জন্য তার বাবা।আর যার কাছে তার বাবা সুপারম্যান না,সে আসলে জানেই নাই যে তার বাবাও সুপারম্যান,কিন্তু সে সুপার আবুল।তাই বাবার মর্যাদা বুঝে নাই।

আসেন আমরা সবাই একসাথে পড়ি,"রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরা"

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File